আমাদের সারাদিনের সকল ক্লান্তি রাতে শোওয়ার পর শেষ হয়। অর্থাৎ সারাদিনের পরিশ্রমের পর বিছানাই হল সেই জায়গা যেখানে মানুষ একটু আরামের নিঃশ্বাস নিতে পারে। আবার বিছানা এমন একটি জায়গা যেখানে মানুষ দীর্ঘ ক্ষণ স্থির ভাবে থাকে। আমরা বিছানার নীচে নানা রকম জিনিসপত্র রেখে থাকি। কিন্তু বাস্তু মতে এমন অনেক জিনিস রয়েছে, যা বিছানার নীচে রাখতে নেই। এতে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। ষে সব সমস্যা হয়তো জীবনকে তছনছ পর্যন্ত করে দিতে পারে। এমন কিছু জিনিস রয়েছে, যা বিছানার নীচে বা আশেপাশে রাখলে জীবনে নানা বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
দেখে নেওয়া যাক জিনিসগুলি কী কী—
• কর্পুর: যদি একটি পাত্রে কিছুটা কর্পুর বিছানার নীচে রাখা যায়, তা হলে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
আরও পড়ুন: খেতে বসে কোন কাজটি করলে মা লক্ষ্মী রুষ্ট হন
• তামা বা ব্রোঞ্জের পাত্রে জল: ছোট্ট একটি তামা বা ব্রোঞ্জের পাত্রে কিছুটা জল বিছানার নীচে রেখে দিলে এতেও খুব সুফল পাওয়া যায়।
• চন্দন: বিছানার নীচে বা বালিশের নীচে কিছুটা চন্দন রেখে দিলে জীবনে নানা সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। রক্ত চন্দনও রাখা যেতে পারে।
• ময়ূরের পালক: বিছানার নীচে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। এর ফলে জীবনের সমস্যা ধীরে ধীরে কমতে থাকে।
• নুন: কাচের পাত্রে কিছুটা নুন রাখলে শরীরে পজিটিভ এনার্জি বজায় থাকবে।
• লোহা বা রুপো: বিছানার নীচে এক টুকরো (ছোট্ট হলেও চলবে) লোহা বা রুপো রাখলে নানা সমস্যার সমাধান হয়।