Birth Chart

সৌভাগ্য আনতে চান? রাশি অনুযায়ী বাড়িতে রাখুন এই সব ধাতুর জিনিস

অনেকেই মনে করেন টাকা থাকলেই সুখ পাওয়া যায়। কিন্তু এটা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণিত হয়েছে নানা ক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা যায় অগাধ অর্থ থাকা সত্বেও সুখ পাওয়া যায় না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ০৮:২৩
Share:

প্রতীকী চিত্র।

অনেকেই মনে করেন টাকা থাকলেই সুখ পাওয়া যায়। কিন্তু এটা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণিত হয়েছে নানা ক্ষেত্রে। কারণ অনেক সময় দেখা যায় অগাধ অর্থ থাকা সত্বেও সুখ পাওয়া যায় না। এ ক্ষেত্রে দেখতে হবে বাড়িতে কোনও সমস্যা রয়েছে কি না। এমন কিছু জিনিস রয়েছে, রাশি অনুযায়ী সে সব যদি বাড়িতে রাখা যায় তা হলে সুখ শান্তি আসতে বেশি সময় লাগে না। জ্যোতিষ মতে রাশি অনুযায়ী বাড়িতে কিছু ধাতব দ্রব্য রাখলে খুব ভাল ফল পাওয়া যায়।

Advertisement

দেখে নেব কোন রাশির জন্য কোন ধাতু জরুরি—

মেষ, বৃশ্চিক, কর্কট

Advertisement

এই তিন রাশির জাতকদের স্বভাব বেশ ব্যতিক্রমী হয়। এঁরা সকলের মাঝে থেকেও ভিন্ন। কর্মজীবনে উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হন এঁরা। এই রাশি সব থেকে শুভ ধাতু হল লোহা। তাই ঘরে লোহার তৈরি কিছু জিনিস অবশ্যই রাখুন। এতে উন্নতি হবে দ্বিগুণ।

বৃষ, কুম্ভ, তুলা

এই রাশির জাতক অত্যন্ত ইতিবাচক চিন্তাধারার হন। এঁদের ক্ষেত্রে তামা সবথেকে উপযোগী। ঘরে তামার তৈরি জিনিস রাখতে পারেন অথবা ঘরের দরজায় তামার প্রলেপ দিতে পারেন।

মিথুন, সিংহ, কন্যা

এই রাশির জাতকের শুভ ধাতু হল ব্রোঞ্জ। বাড়িতে ব্রোঞ্জের তৈরি জিনিস রেখে দেখুন সুখ সমৃদ্ধি কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ধনু, মকর, মীন

এই তিন রাশির জাতকের ক্ষেত্রে টিন, তামা এবং জিঙ্কের মিশ্রণে তৈরি কোনও জিনিস ঘরে রাখতে পারেন। এর ফলে বিশেষ সৌভাগ্যের অধিকারী হতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement