Vastu Shastra

বাড়ি তৈরির সময় মাথায় রাখুন এই ৫ বিষয়

নতুন বাড়ি তৈরির সময় আমরা অনেকেই বাস্তুশাস্ত্র মেনে থাকি। সেই অনুযায়ী যদি বাড়ি করা হয়, মনে করা হয় সেখানে সুখ সমৃদ্ধি সদা বজায় থাকবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৪:৩৪
Share:

নতুন বাড়ি তৈরির সময় আমরা অনেকেই বাস্তুশাস্ত্র মেনে থাকি। সেই অনুযায়ী যদি বাড়ি করা হয়, মনে করা হয় সেখানে সুখ সমৃদ্ধি সদা বজায় থাকবে। বাস্তু অনুযায়ী বাড়ি করতে গেলে কিছু বিশেষ বিষয় অবশ্যই বিচার করে নিতে হবে। তা হলেই শুভ ফল পাওয়ার আশা রাখা যেতে পারে।

Advertisement

ব্যক্তির প্রকৃতি কী রূপ

প্রথমেই দেখতে হবে, যাঁর জন্য বাড়িটি তৈরি হচ্ছে তাঁর প্রকৃতি কীরূপ। সেই অনুযায়ী বাস্তু বিচার করতে হবে। তাঁর পেশা অনুযায়ী বাস্তু বিচার করলে খুবই শুভ ফল পাওয়া যায়।

Advertisement

১৬টি সমান অংশে বিভাজন

বাস্তুর যে ১৬টি অংশ রয়েছে তাঁর সঠিক ভাবে বিভাজন করতে হবে। সেই ১৬টি অংশের গুরুত্ব অপরিসীম।

সঠিক দিক নির্ণয়

বাস্তু বিচারের সময় সঠিক দিক সঠিক ভাবে নির্ণয় না করলে বাস্তুর সঠিক বিচার করা সম্ভব হয় না।

প্রধান দরজার বিচার

বাড়ির বাস্তু বিচারের সময় বাড়ির প্রধান দরজার বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হয়। বাড়ির প্রধান দরজা সঠিক দিকে না হলে খুবই সমস্যা হতে পারে।

মর্মস্থান নির্ণয়

বাড়ির মর্মস্থান অনুযায়ী সঠিক ভাবে বাস্তু বিচার না করলে খুবই বাস্তু দোষের সৃষ্টি হয়। সেখানে যাঁরা বসবাস করবেন তাঁদের জন্যও খুব ভাল হয় না বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement