Alum in Purse

অর্থের সমস্যা দূর করতেও কার্যকর ফটকিরি! কী উপায়ে ব্যবহার করলে মিলবে সুফল?

ফটকিরি দিয়ে কয়েকটি সহজ টোটকা যদি সঠিক নিয়ম মেনে পালন করা যেতে পারে, তা-হলে নানা দিক থেকে আমরা লাভবান হতে পারব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৩
Share:
alum

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র মতে, বাড়ির জিনিসপত্র দিয়েই আমরা নানা রকমের টোটকার মাধ্যমে অনেক উপকার পেতে পারি। এই জিনিসগুলির মধ্যে ফটকিরির ব্যবহার অনবদ্য। ফটকিরি দিয়ে করা কয়েকটা উপায় আমাদের জীবনে আনতে পারে নানা পরিবর্তন। ফটকিরি দিয়ে কয়েকটি সহজ টোটকা যদি সঠিক নিয়ম মেনে পালন করা যেতে পারে, তা-হলে নানা দিক থেকে আমরা লাভবান হতে পারব।

Advertisement

দেখে নেব উপায়গুলো:

১) ফটকিরি যদি নিজের কাছে রাখা হয়, তা-হলে নজরের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনও নজর-দোষের হাত থেকে ফটকিরি আমাদের রক্ষা করে।

Advertisement

২) ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ফটকিরি আমাদের সাহায্য করতে পারে। কিছুটা ফটকিরি লাল কাপড়ে মুড়ে মানিব্যাগে রেখে দিন। কিছু দিনের মধ্যেই ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

৩) মানিব্যাগে কিছুটা ফটকিরি লাল কাপড়ে মুড়ে রেখে দিলে শুধু যে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় তা-ই নয়, এর ফলে ধনপ্রাপ্তি হয়। অর্থের কখনও অভাব হয় না। পর্যাপ্ত পরিমাণে অর্থ সঞ্চয় হয়।

৪) নিজের কাছে ফটকিরি রাখলে দাম্পত্য জীবনও সুখেশান্তিতে ভরে ওঠে। দাম্পত্য জীবনে খুব বেশি কলহ থাকলে কিছুটা ফটকিরি লাল কাপড়ে মুড়ে স্বামী-স্ত্রী দু’জনেই নিজেদের কাছে রাখুন। কিছু দিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন।

৫) দীর্ঘ দিন ধরে যদি কোনও রোগের হাত থেকে মুক্তি না পেয়ে থাকেন, তা-হলে কিছুটা ফটকিরি রোগীর ঘরে বা রোগীর কাছে রেখে দিন। এর ফলে দ্রুত রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement