হাজতবাস বা রাজদণ্ডে দণ্ডিত হওয়ার আশঙ্কা কোন গ্রহের প্রভাবে হয় জেনে নিন

জীবনে যতদিন আমরা বাঁচব, সুখ দুঃখের সঙ্গে নানা সমস্যাও আমাদের ঘিরে থাকবে। সমস্যা ছাড়া জীবন যাপন করছেন, এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আমরা জীবনে কোনও কোনও সময় একটু বেশি সমস্যার সঙ্গে জড়িয়ে পড়ি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০০:০৩
Share:

জীবনে যতদিন আমরা বাঁচব, সুখ দুঃখের সঙ্গে নানা সমস্যাও আমাদের ঘিরে থাকবে। সমস্যা ছাড়া জীবন যাপন করছেন, এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আমরা জীবনে কোনও কোনও সময় একটু বেশি সমস্যার সঙ্গে জড়িয়ে পড়ি। যেমন, পুলিশি সমস্যা অথবা মামলা মোকদ্দমার সমস্যা। সাধারণত জন্মছকে গ্রহের অশুভ অবস্থানের জন্য এ রকমটা ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে যদি অষ্টমভাব দুর্বল হয় বা কোনও অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে তবে মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে পড়তে হয়।

Advertisement

গ্রহের অবস্থান অনুযায়ী দেখে নেওয়া যাক, এই ধরনের সমস্যা কখন সৃষ্টি হয়—

• রবি গ্রহ যদি নীচস্থ হয় এবং দ্বাদশ ও অষ্টমে অবস্থান করে।

Advertisement

• লগ্নপতি যদি দুর্বল হয়ে কোনও পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়, তা হলে আদালতের ঝামেলায় জড়িয়ে পড়তে হয়।

আরও পড়ুন: বহু মেয়ের মন পেয়ে থাকেন এই রাশির পুরুষরা

• জন্মছকে দ্বিতীয় পতি রবি যুক্ত যদি দ্বাদশ ভাবে বা নীচস্থ হয় তবে এ রকম সমস্যায় ভুগতে হয়।

• জন্মছকে মঙ্গল যদি কোনও পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়। এ ছাড়া মঙ্গল যদি লগ্ন, ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে অবস্থান করে।

• মঙ্গল, রাহু ও শনি যদি একত্রে কোনও অশুভ স্থানে অবস্থান করে।

• রাহুর দশায় মানুষকে মামলা মোকদ্দমার ঝামেলায় জড়িয়ে পড়তে হয়।

• মঙ্গলের অন্তর্দশা সাধারণত এই যোগ সৃষ্টি করে থাকে।

• কেতুর দশার সঙ্গে মঙ্গল ও শনির দশায় অহেতুক মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হয়।

• অষ্টবর্গ অনুযায়ী মঙ্গল যদি অষ্টমে থাকে, তা হলে রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভবনা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement