সপ্তাহের সাতটা দিন যেমন আলাদা আলাদা দেবদেবীর পুজো করার জন্য বরাদ্দ, ঠিক তেমন সপ্তাহের সাতটা দিন আলাদা আলাদা গ্রহের পুজো করার জন্য নির্দিষ্ট করা রয়েছে। শাস্ত্রে এটাও বলা আছে, এই বিশেষ দিনে গ্রহের আরাধনা করলে নাকি দারুন ফল পাওয়া যায়।
তবে বুধ গ্রহের উপবাস করে বুধ গ্রহ ও ভগবান শ্রীবিষ্ণুর পুজো করলে ফল আরও ভাল পাওয়া যায়। শাস্ত্রে এও বলা আছে যে, স্বামী-স্ত্রী মিলে এই পুজো করলে সংসারে উন্নতি চরম সীমায় পৌঁছতে বেশি সময় লাগে না।
বুধ গ্রহের পুজো করার নিয়ম:
সকালবেলা স্নান করে শুদ্ধ জামাকাপড় পরে একমনে নিষ্ঠা ভরে বুধ গ্রহের নাম করার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর সহস্র বার নাম করতে হবে। তার সঙ্গে বুধগ্রহের ছবি রাখতে হবে এবং ছবির সামনে একটা সবুজ কাপড়ের টুকরো রাখতে হবে। সবুজ রঙের খোসা যুক্ত ফল, সবুজ মুগ ডাল, মিষ্টি ভোগ দিতে হবে। পুজো করার সময় নিজেও সবুজ রঙের কাপড় পরলে বুধ গ্রহ খুব প্রসন্ন হন। এ রকম পর পর ২১টা বুধবার যদি করা যায়, তা হলে প্রচুর উপকার পাওয়া যায়।
আরও পড়ুন: বৃহন্নলাদের থেকে এই জিনিসটি চেয়ে নিজের কাছে রাখলে অর্থসঙ্কট দূর হবে
কী কী উপকার পাওয়া যায়:
১) বুধ গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে খারাপ কিছু হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। প্রতি বুধবার এই উপবাস করলে যদি জীবনে কোনও সমস্যা থেকেও থাকে, তা হলে তা ধীরে ধীরে মি’s যায়।
২) চাকরি বা ব্যবসায় কোনও প্রকার ঝামেলা আসে না এবং পদaন্নতি হওয়ার সম্ভeবনা বেড়ে যায়।
৩) এই বিধি করলে প্রচুর অর্থের মালিক হয়ে ওঠা যায়। অর্থের ঝামেলা থাকলে তাও কেটে যায়।
৪) পরিবারে সুখসমৃদ্ধির ছোঁয়া লাগে এবং একে ওপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। এর ফলে কোনও বিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।
৫) তবে এই পুজো নিয়ম অনুসারে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শেষ করে ফেলতে হবে।