নিজেই নিজের শুভ সংখ্যা জানুন 

আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই। সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনও ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি। আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাকি নম্বর জানার প্রয়োজন পড়ে। ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা শুভ ভাগ্য সংখ্যা। যাকে ইংরেজিতে বলে Lucky Number। লটারি, প্রাইজবন্ডের ড্র, বাজি ধরা, বা নতুন সেলফোন নম্বর ইত্যাদি ক্ষেত্রে সংখ্যা বা নম্বরটি অনেকের জন্যই অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই। সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনও ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি। আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে।
এ সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূরণ হতে কত ক্ষণ? যাঁরা রাশিফলে বিশ্বাস করেন, তাঁদের কাছে এ সংখ্যাটির মূল্য অনেক। যে কোনও কাজে তাঁরা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন। অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন। শুভ সংখ্যা দু’ভাবে বের করা যায়— নিজের জন্মতারিখ দিয়ে কিংবা নিজের নামসংখ্যা দিয়ে। যাঁদের জন্মতারিখ মনে নেই বা সঠিক জানা নেই, তাঁদের ক্ষেত্রে শুভ সংখ্যা বের করতে গেলে তাঁদের নামসংখ্যা ব্যবহার করতে হবে।

Advertisement

আরও পড়ুন: ভুল রত্ন ধারণ করলে জীবনে কী কী বিপর্যয় নেমে আসতে পারে

এখন জেনে নেওয়া যাক, নিজের জন্মতারিখ থেকে শুভ সংখ্যা বাছাই করার নিয়ম:
১) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ১, ২, ৪ এবং ৭।
২) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ২, ১, ৪ বা ৭।
৩) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ৩, ৬ বা ৯।
৪) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ৪, ১, ২ এবং ৭।
৫) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৫, ১৪, বা ২৩ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ৫।
৬) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে জন্মেছেন, তাদের শুভ সংখ্যা ৬, ৩ বা ৯।
৭) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্মেছেন, তাঁদের শুভ সংখ্যা ৭, ১, ২ বা ৪।
৮) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন, তাদের শুভ সংখ্যা ১, ২, ৪ এবং ৭ (ব্যতিক্রম হিসেবে অনেক সময় ৪)।
৯) যাঁরা যে কোনও বছরের যে কোনও মাসের ৯ বা ১৮ তারিখে জন্মেছেন, তাদের শুভ সংখ্যা ৯, ৬ বা ৩।
এ বার জেনে নেওয়া যাক সঠিক জন্মতারিখ জানা না থাকলেও শুভ সংখ্যা বের করার নিয়ম:
এই পদ্ধতিতে সঠিক জন্মতারিখ জানা না থাকলেও, আমরা নিম্নলিখিত ছক মনে রেখে নামের মাধ্যমে শুভ সংখ্যা বের করতে পারি।

A B C D E F G H I

J K L M N O P Q R

S T U V W X Y Z

1 2 3 4 5 6 7 8 9

ধরুন আপনার নাম Rashida Sharmin। এ ক্ষেত্রে আপনার শুভ সংখ্যা বের করার নিয়মটি নীচে ব্যাখ্যা করা হল। নামের আদ্যাক্ষর নিয়ে ওপরের সারণি থেকে সংখ্যাগুলো পর পর যোগ করে নিন। এখানে Rashida = ৯+১+১+৮+৯+৪+১=৩৩ এবং Sharmin = ১+৮+১+৯+৪+৯+৫=৩৭। প্রথমে ৩৩-এর ৩+৩=৬ এবং ৩৭-এর ৩+৭=১০। এ বার ১০+৬=১৬। সবশেষে ১৬-এর ১+৬=৭। অর্থাত্ Rashida Sharmin-এর অন্যতম শুভ সংখ্যা ৭।
এ ভাবে যাঁদের জন্মতারিখ মনে নেই তাঁরা নিজেদের শুভ সংখ্যা বের করতে পারেন। আর যাঁদের জন্মতারিখ জানা আছে, তাঁরা জন্মতারিখ অনুসারে শুভ সংখ্যা বাছাই করবেন। তবে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে কারও কারও শুভ সংখ্যা ব্যতিক্রম হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement