কী ভাবে বুঝবেন রবি গ্রহ আপনার পক্ষে শুভ না অশুভ?

রবি গ্রহের বর্ণ রক্ত শ্যাম। রবি গ্রহ পুরুষ গ্রহ। রবি গ্রহ জাতিতে ক্ষত্রিয় এবং সত্বগুণ সম্পন্ন। রবি আত্মকারক গ্রহ এবং শুষ্ক গ্রহ তথা রবি পরিক্রমেরও কারক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০০:০০
Share:

রবি গ্রহের বর্ণ রক্ত শ্যাম। রবি গ্রহ পুরুষ গ্রহ। রবি গ্রহ জাতিতে ক্ষত্রিয় এবং সত্বগুণ সম্পন্ন। রবি আত্মকারক গ্রহ এবং শুষ্ক গ্রহ তথা রবি পরিক্রমেরও কারক।

Advertisement

এখন দেখে নেওয়া যাক বরি গ্রহ শুভত্ব ও অশুভত্ব-

১। যদি আপনার বৈশাখ বা ভাদ্র মাসে জন্ম হয় তবে রবি গ্রহ আপনার পক্ষে স্বাভাবিকভাবেই শুভ হবে।

Advertisement

২। কিন্তু আপনার যদি কার্তিক মাসে জন্ম হয় তবে গ্রহ আপনার পক্ষে অবশ্যই অশুভ হবে।

আরও পড়ুন: শিবরাত্রিতে পারদ শিবলিঙ্গ স্থাপনে প্রাপ্তি হবে সকল চাওয়া পাওয়া

রবি গ্রহের শুভত্ব নির্ণয়-

১। যদি আপনার হাতে রবি পর্বত বা রবির স্থানটি স্বাভাবিক উচ্চ হয়।

২। যদি রবি পর্বতে একটি সরল প্রলম্ব রেখা থাকে।

৩। যদি শিখর রবি পর্বতের ঠিক মধ্যবর্তী স্থানে থাকে অথবা রবি পর্বতের উপরের অংশে এই শিখরটি থাকে।

৪। যদি রবি পর্বতে তারকা বা বৃত্ত বা চতুস্কোণ বা ত্রিভুজ চিহ্ন থাকে।

৫। হাতে রবির আঙুল অর্থাৎ অনামিকা দীর্ঘ এবং উত্তম হলে এবং যেকোনও একটি শর্ত পালিত হলেই বুঝতে হবে যে, রবি গ্রহ আপনার পক্ষে শুভ।

রবি গ্রহের অশুভত্ব নির্ণয়-

১। আপনার হাতে রবি পর্বত বা রবির ক্ষেত্রটি যদি অবনমিত বা সমতল বা গর্তভাবযুক্ত হয়।

২। যদি রবি পর্বতে দু’টির বেশি প্রলম্ব রেখা দৃষ্ট হয় অথবা কোনও প্রলম্ব রেখা না থাকে।

৩। প্রলম্ব রেখা থাকলেওযদি এই প্রলম্ব রেখাটি ভগ্ন বা দ্বীপ চিহ্নযুক্ত বা শিকলের মতো হয় অথবা এই প্রলম্ব রেখায় বহু কাটাকুটি থাকে, বা রবির আঙুলটি বক্র হয়।

৪। যদি রবি পর্বতে আড়াআড়ি রেখা বা জাল চিহ্ন বা ক্রশ চিহ্ন থাকে।

৫। যদি রবি পর্বতে কালো বা হলদে দাগ চিহ্ন থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement