বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচুরে বদলাতে পারবেন না। সে তো প্রায় অসম্ভব। আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচুর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।
কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক:-
১। ঘোড়ার ক্ষুরের নাল মুল দরজার বাইরে লাগাতে হবে। এমনভাবে লাগাতে হবে যাতে খোলা অংশ নীচের দিকে থাকে।
২। শ্রীযন্ত্রম্ শোধন- বাড়ির কর্তার নাম গোত্র লিখে শিব বা কালী মন্দিরে শোধন করে শুভ দিন দেখে বসাতে হবে।
৩। নারায়নের চিহ্নযুক্ত গোমতীচক্র ঠাকুরের আসনে রেখে রোজ পূজা করুণ।
বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।