কেন বদলাবেন আপনার গৃহ?

Advertisement

পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০০:০০
Share:

বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচূরে বদলাতে পারবেন না। সে তো প্রায় অসম্ভব। আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচূর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তু দোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক:-

১। যদি মা ও সন্তানের মধ্যে সম্পর্ক ভাল না হয় তা হলে খাটের তোষকের নীচে চার কোণে ছোট ছোট লাল কাপড়ের মধ্যে অল্প করে হলুদ, সরষে ও একটা ছোট এলাচ বেঁধে দিন। আর পশ্চিম দেওয়ালে পাহাড়ের ছবি রাখুন সবুজ গাছপালা সমেত। জল যেন না থাকে। এতে দেখা যাবে সন্তান মায়ের প্রতি সজাগ হচ্ছে।

Advertisement

২। যদি আপনার রান্না ঘরে এমন সিস্টেম থাকে যে উওর দিকে মুখ করে রান্না করতে হচ্ছে তা হলে একটা কাচের বাটিতে বালি নিয়ে রান্না ঘরের উওর-পূর্ব কোণে রাখুন।

বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement