জাতক-জাতিকার জন্মের সময় অনুযায়ী তার জন্ম নক্ষত্র ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলেই জানি যে মোট ২৭টি নক্ষত্র আছে। আসুন জেনে নেওয়া যাক আপনার জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ(২৬) ও রেবতী(২৭) হয়ে থাকে, তবে আপনার নক্ষত্র আপনার জীবনকে কী ভাবে প্রভাবিত করছে—
উত্তর ভাদ্রপদ—
এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি। এরা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। জ্যোতিষ, তন্ত্র, পৌরাহিত্যে বিশেষ অনুরাগী হতে দেখা যায়। এরা গৌরবর্ণ ও রূপবান হয়ে থাকেন ও দয়ালু হন। সরকারি চাকরিতে বিশেষ কৃতিত্বের ক্ষেত্রে এরা সক্ষম। দাম্পত্য জীবনেও এরা সুখী হন।
রেবতী—
এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ। এরা দ্বিমনা স্বভাবের হয়। বাইরে এক প্রকাশ করে আবার ভিতরে আর এক। এরা খামখেয়ালি হয়। নিজের পছন্দ মতো পথে চলতে গিয়ে এরা অনেক ক্ষতিও করে ফেলে নিজের। তবে এরা হয় সুন্দর চেহারা যুক্ত, গৌর বর্ণের, মিষ্টভাষী, জ্ঞানী ও মানী হয়। এরা জীবনে যথেষ্ট উন্নতিকামী ও সুপ্রসিদ্ধ হতে সক্ষম হন। বিপরীত লিঙ্গের ব্যক্তি বা মহিলাকে সহজেই বশে করতে পারেন এরা।