যাদের বিয়ে হয়েছে এবং যাদের বিয়ে হয়নি, দেখে নেওয়া যাক, জন্মকুণ্ডলীতে অনুযায়ী আমাদের জীবনসঙ্গী কেমন হতে পারে। লগ্নের উপর ভিত্তি করে, আসুন দেখি, কী বলে আমাদের নিজেদের কুণ্ডলী।
১। মেষ লগ্ন: মেষ লগ্নের জাতক বা জাতিকার জীবনসঙ্গী বেশ সুন্দর এবং শৌখিন হয়। বিবাহিত জীবনে প্রেম ভালবাসা বজায় রাখে।
২। বৃষ লগ্ন: বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনসঙ্গী দেখতে খুব সুন্দর না হলেও তারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে চলতে পারে। কর্মজীবনে সফল হয়। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হয়ে থাকে।
৩। মিথুন লগ্ন: এই লগ্নের জীবনসঙ্গী উচ্চশিক্ষিত, হাসি-খুশি। অল্পেতে সন্তুষ্ট, এবং ভাল রান্না করতে জানে।
৪। কর্কট লগ্ন: এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ মনোমালিন্য লেগেই থাকে। এদের জীবনসঙ্গীরা কঠোর পরিশ্রমী এবং অল্প কর্কশভাষী হতে পারে।
৫। সিংহ লগ্ন: এদের জীবনসঙ্গী সৎ, পরিশ্রমী এবং শৌখিন হয়, দেখতেও বেশ সুন্দর হয়।
৬। কন্যা লগ্ন: এদের জীবনসঙ্গী বাড়ি ঘর সাজাতে ও রান্না করতে ভালবাসে। একটু স্বাস্থ্য ভাল হয়। দাঁত সাধারণের থেকে বড় হতে পারে। পেটের সমস্যা থাকে।
বিঃ দ্রঃ- একটি কথা মনে রাখতে হবে এটি একটি সাময়িক অনুমান, সাধারণ লগ্নের ভিত্তিতে। নির্দিষ্ট কুণ্ডলী বিচার করলে অনেক বেশি তথ্য পাওয়া যায়।