জন্মকুণ্ডলীর দু’টি গ্রহ আমাদের জীবনে ভাগ্য খুলে দেয়। একটি হল সৌভাগ্যের গ্রহ, আর অপরটি সৌভাগ্য কারক গ্রহ। এই দু’টি গ্রহ যদি স্বক্ষেত্রে বা উচ্চক্ষেত্রে থাকে, তা হলে আপনি সবদিক থেকে সাফল্য লাভ করবেন। এ বার জেনে নেওয়া যাক কোনটি আপনার সৌভাগ্যের গ্রহ আর কোনটি আপনার সৌভাগ্য কারক গ্রহ।
১। আপনার জন্মদিন বা জন্মবারটি হল সৌভাগ্য কারক গ্রহ।
২। জন্মসময়ের গ্রহটি হল সৌভাগ্যের গ্রহ।
জন্মদিন বা জন্মবার বা সৌভাগ্য কারক গ্রহটি হল—
সোমবার: চন্দ্র।
মঙ্গলবার: মঙ্গল।
বুধবার: বুধ।
বৃহস্পতিবার: বৃহস্পতি।
শুক্রবার: শুক্র।
শনিবার: শনি।
রবিবার: সূর্য।
আরও পড়ুন:
এ বার দেখে নেওয়া যাক, জন্মসময়ের গ্রহ বা আপনার সৌভাগ্যের গ্রহ কোনটি। নিম্নলিখিত সময়ের মধ্যে আপনার জন্ম হলে সেটি হবে আপনার সৌভাগ্যের গ্রহ।
ভোর ৪টে থেকে সকাল ৬টা: কেতু।
সকাল ৬টা থেকে সকাল ৮টা: বৃহস্পতি।
সকাল ৮টা থেকে সকাল ১০টা: সূর্য।
সকাল ১০টা থেকে বেলা ১১টা: চন্দ্র।
বেলা ১১টা থেকে বেলা ১টা: শুক্র।
বেলা ১টা থেকে দুপুর ৩টে: শুভ মঙ্গল।
দুপুর ৩টে থেকে বিকেল ৪টে: অশুভ মঙ্গল।
বিকাল ৪টে থেকে বিকেল ৫টা: বুধ।
বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা: রাহু।
সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টে: শনি।