গৃহ নির্মাণ কার্যে বাস্তু শাস্ত্রের প্রভাব

Advertisement

পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ০০:০০
Share:

গৃহ নির্মাণ কার্যে বাস্তুর প্রত্যক্ষ সুফল অবশ্যই লাভ করবেন। এবার আমি আধুনিক যুগোপযোগী করে বাস্তুশাস্ত্রের প্রয়োগ তুলে ধরবোঃ----

Advertisement

১। আলমারী সর্বদা উত্তরদিকে রাখা উচিত। চেক বুক, পাস বুক ইত্যাদিও উত্তরে ডান হাতের দিকে রাখা উচিত।

২। এয়ার কুলার পশ্চিমদিকে রাখা উচিত।

Advertisement

৩। ফার্নিচার দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত।

৪। হাল্কা ফার্নিচার উত্তরদিকে রাখা যেতে পারে।

৫। ফার্নিচার সরাসরি মেঝের উপর না বসিয়ে ফার্নিচারের নীচে কাঠের টুকরো পাটাতন হিসাবে রাখা উচিত।

৬। কোনো কক্ষে বসার সময় গৃহ কর্তার মুখ পূর্ব বা উত্তর দিকে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত।

বিঃ দ্রঃ- বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন, এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement