অনেক সময় দেখা যায় কোনও গ্রহ খারাপ হলে জ্যোতিষীরা অনেক নামী দামি পাথর ধারণ করতে বলেন। কিন্তু অর্থের অভাবে অনেক মানুষ পরতে পারেন না। এমত অবস্থায় নিম্নোক্ত ধাতু এবং মূল পড়লে অনেকটা সুস্থ থাকা যায়।
১। মেষ:- স্বর্ণ বা সীসা/বৃদ্ধদ্দারক ও অশ্বগন্ধা মূল।
২। বৃষ:- স্বর্ণ বা তামা/বিল্বমূল, ক্ষীরিকা, বামনহাটি মূল।
৩। মিথুন:- তামা বা শাঁখের আংটি/ক্ষীরিকা ও অনন্ত মূল।
৪। কর্কট:- রূপা/অনন্ত মূল ও বৃদ্ধদ্দারক মূল।
৫। সিংহ:- স্বর্ণ বা শঙ্খ/ক্ষীরিকা মূল ও ব্রহ্মযষ্টীর মূল।
৬। কন্যা:- স্বর্ণ/বৃদ্ধদ্দারক ও ক্ষীরিকা মূল।
৭। তুলা:- স্বর্ণ বা তামা/শ্বেতবেড়েলা, ক্ষীরিকা মূল।
৮। বৃশ্চিক:- তামা বা শঙ্খ/ক্ষীরিকা ও অনন্ত মূল।
৯। ধনু:- স্বর্ণ বা শঙ্খ/ক্ষীরিকা ব্রহ্মযষ্টী মূল।
১০। মকর:- পঞ্চ ধাতু/বৃদ্ধদ্দারক ও ক্ষীরিকা মূল।
১১। কুম্ভ:- পঞ্চ ধাতু/শ্বেত বেড়েলা ও ক্ষীরিকা মূল।
১২। মীন:- স্বর্ণ বা শঙ্খ/অনন্ত মূল ও যষ্ঠি মূল।