বাড়ির উঠোনে তুলসী মঞ্চ নেই, এ রকম খুব কম দেখা যায়। হিন্দুদের কাছে তুলসী নারায়ণের প্রতীক। তাই তুলসী প্রায় সব বাড়িতেই দেখা যায়। তা ছাড়া অনেকেরই জানা নেই যে, বাস্তুদোষ কাটাতে তুলসীর গুরুত্ব অপরিসীম। আগেকার মতো বড় উঠোন-সহ বাড়িতে যাঁরা থাকেন না, অর্থাৎ যাঁরা ফ্ল্যাটে বসবাস করেন, তাঁদের ফ্ল্যাটের এক কোণে ছোট টবে তুলসী গাছ বসানো থাকে বাড়ির মঙ্গলের জন্য।
তুলসী অনেক রকমের হয়, যেমন রাম তুলসী, রক্ত তুলসী, জ্ঞান তুলসী, বন তুলসী, ভূ তুলসী ইত্যাদি। এই নানা রকম তুলসীর প্রত্যেকের আলাদা আলাদা গুণ রয়েছে। তুলসী গাছ বাড়ির যে জায়গাতেই বসানো হোক না কেন, এক এক জায়গার এক এক রকম ফল পাওয়া যায়।
দেখে নেওয়া যাক বাড়ির জায়গা অনুসারে তুলসী কী রকম ফল দেয়—
• সন্তান কথা শুনছে না, অবাধ্যতা করছে, সে ক্ষেত্রে বাড়ির পূর্ব দিকের জানলার পাশে একটা তুলসী গাছ রাখুন, দেখবেন সন্তান ভীষণ বাধ্য হয়ে গিয়েছে।
• অনেক চেষ্টার পরেও ব্যবসায় উন্নতি করতে পারছেন না, বাড়ির নৈঋত কোণে একটা তুলসী গাছ রেখে গাছটিকে প্রতি শুক্রবার দুধ দিয়ে স্নান করান।
• বাড়ির মানুষদের একে অপরের সঙ্গে মিল নেই, ঝঞ্ঝাট ঝামেলা লেগেই আছে? তা হলে রান্নাঘরের পাশে একটা তুলসী গাছ রাখলে বাড়ির সকলের মধ্যে মিলমিশ ভাল থাকবে।
আরও পড়ুন : আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট ও সময়সূচি
• বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিছুতেই বাড়ির ছেলেমেয়েদের বিয়ে দিতে পারছেন না, সে ক্ষেত্রে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে একটি তুলসী গাছ রেখে তাতে প্রতি দিন জল দিন। বিয়ের ক্ষেত্রে সুফল পাবেন।
• অফিসে বস ও সহকর্মীদের সুনজরে থাকতে হলে তুলসীর ১৬টি বীজ একটি সাদা কাপড়ে বেঁধে অফিসের যে কোনও ফাঁকা একটা কোণে রেখে দিন। এর ফলে অফিসের সকলের সঙ্গে সম্পর্কে উন্নতি হবেই।