দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার মধ্যে কিছু ঘটনা খুব শুভ বার্তা দেয় এবং কিছু অশুভ বার্তা বয়ে নিয়ে আসে। কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে জানি না যে কোন ঘটনা আমাদের জীবনকে শুভ করে তুলবে এবং কোন ঘটনা আমাদের জীবনে খারাপ কিছু ঘটাবে।
দেখে নেওয়া যাক কোন ঘটনা জীবনে শুভ এবং কোন ঘটনা অশুভ বার্তা বয়ে নিয়ে আসে—
শুভ সঙ্কেত
• পুজো করার সময় ঈশ্বরের উদ্দেশে দেওয়া ফুল যদি দু-চার মিনিটের মধ্যেই মাটিতে পড়ে যায় তবে তা খুবই শুভ সঙ্কেত। একে ঈশ্বরের আশির্বাদ বলে মানা হয়। সেই ফুল লাল কাপড়ে মুড়ে রেখে দিন। দীর্ঘ দিন আটকে থাকা কাজ উদ্ধার হবে।
আরও পড়ুন: স্বপ্নে যদি এই জিনিসগুলো দেখেন তা হলে কাউকে বলবেন না, ক্ষতি হতে পারে
• সকালে ঘুম থেকে উঠেই যদি দুধ বা দুগ্ধ জাতীয় কিছু দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সঙ্কেত।
• প্রদীপ জ্বলতে জ্বলতে যদি হঠাৎ করে একটু বড় হয়ে জ্বলে ওঠে তবে এটিও খুব শুভ সঙ্কেত।
• বাড়িতে নিত্য পুজো করার সময় যদি কোনও ভিক্ষুক আপনাকে ডাকেন তবে তাঁকে কোনও মতেই খালি হাতে ফেরাবেন না। এটি অত্যন্ত শুভ সঙ্কেত।
• হাত থেকে খুচরো পয়সা পড়ে যাওয়া খুবই শুভ।
অশুভ সঙ্কেত
• বিবাহিত মহিলার হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া।
• দুধ মাটিতে পড়ে যাওয়া।
• নুন হাত থেকে পড়ে যাওয়া খুবই খারাপ সঙ্কেত।
• গোলমরিচ অত্যন্ত সাবধানে ব্যবহার করুন। গোলমরিচ মাটিতে পড়ে যাওয়া খুবই খারাপ।
• কাচ ভাঙা অশুভ সঙ্কেত।
• হাত থেকে তেল পড়ে যাওয়া।
• ইলেকট্রনিক্স জিনিস খারাপ হওয়া অশুভ সঙ্কেত।