এই উপহারগুলি কাউকে দিতেও নেই, নিতেও নেই

পরিবারের মঙ্গলের জন্য অনেক কিছু রয়েছে যা উপহার হিসাবে দেওয়া বা নেওয়া একেবারেই উচিত নয়। কিন্তু আমরা অজান্তেই এইগুলি দিয়ে বা নিয়ে ক্ষতি করে ফেলি। দেখে নিন নিজের পরিবারকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কোন উপহারগুলি দিতে এবং নিতে নেই-

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ০০:০০
Share:

উপহার দিতে এবং নিতে আমরা প্রায় সকলেই পছন্দ করি। হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেওয়ার রেওয়াজ আছে। আমরা সাধারণত নানা জিনিস উপহার হিসেবে দিয়ে থাকি। আমরা কখনও ভেবে দেখি না যে, এই উপহার দেওয়া নেওয়া আমাদের জীবনে কী প্রভাব ফেলে। বাস্তুমতে উপহারের খুব বেশি প্রভাব পড়ে আমাদের জীবনের ওপর।

Advertisement

পরিবারের মঙ্গলের জন্য অনেক কিছু রয়েছে যা উপহার হিসাবে দেওয়া বা নেওয়া একেবারেই উচিত নয়। কিন্তু আমরা অজান্তেই এইগুলি দিয়ে বা নিয়ে ক্ষতি করে ফেলি। দেখে নিন নিজের পরিবারকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কোন উপহারগুলি দিতে এবং নিতে নেই-

প্রথম– যেকোনো ঠাকুরের মূর্তি বা ছবি কখনও কাউকে দেবেন না বা নেবেন না। কারণ সেই ঠাকুর রাখার সঠিক স্থান হয়তো তাঁর অজানা, কিংবা সঠিক নিয়মে তার সেবা হয়ত তিনি করতে জানেন না। এর ফলে যিনি দিচ্ছেন অথবা যিনি নিচ্ছেন, তাঁদের উভয়েরই ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

আরও পড়ুন: মীন রাশির জাতকের কর্মক্ষেত্রে গোপন শত্রুতা

দ্বিতীয়– রুমাল বা তোয়ালে ভুল করেও কাউকে দেবেন না বা নেবেন না। এতে দু’জনের মধ্যে বিবাদের সৃষ্টি হতে পারে। তাঁদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে পারে।

তৃতীয়– জল জাতীয় বা জলযুক্ত কোনও জিনিস কাউকে উপহার দিতে এবং নিতে নেই। জলযুক্ত জিনিস, যেমন অ্যাকরিয়াম, ফিস বোল ইত্যাদি বা জলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও জিনিস দেওয়া নেওয়া করতে নেই।

চতুর্থ– নিজের কাজের সঙ্গে যুক্ত কোনও জিনিস কাউকে উপহার দিতে নেই। যেমন যদি কেউ লেখক হন, তা হলে নিজের লেখার পেন বা বই কাউকে উপহার হিসেবে দিলে নিজের কাজের ক্ষতি হয়ে যেতে পারে।

পঞ্চম– ধারালো কোনও জিনিস কাউকে কখনও উপহার স্বরূপ দিতে নেই। যেমন কারুকার্য করা ছুরি বা তরোয়াল কাউকে দেওয়া নেওয়া করতে নেই। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে বা বাড়তে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement