শিবরাত্রির দিন যদি নিষ্ঠাভরে পারদের শিবলিঙ্গ স্থাপন করেন, অথবা আপনার গৃহে স্থাপনের উদ্দেশ্যে আপনার নাম গোত্র দ্বারা শিবলিঙ্গের অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, পুজো, হোম করানো হয় তবে অবশ্যই আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হবে।
আসুন আমরা জেনে নিই পারদ শিবলিঙ্গ স্থাপনের আরও অভিষ্ট ফল লাভের কথা-
১। যে কোনও তান্ত্রিক প্রভাব দূর হবে।
২। বাস্তুদোষ নাশ হবে।
৩। ছাত্রছাত্রীদের বিদ্যা লাভ হবে ও বিদ্যায় অমনোযোগিতা দূর হবে।
আরও পড়ুন: শিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি
৪। সকল প্রকার অনিষ্ট ও বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
৫। শনির পীড়া থেকে মুক্তি পাওয়া যাবে।
৬। দুষ্ট ও ক্ষতিকারক গ্রহ পীড়া থেকে মুক্তি পাওয়া যাবে।
৭। কালসর্প দোষের পীড়া থেকে মুক্তি পাওয়া যাবে।
৮। অসাধ্য রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
৯। যে কোনও মনের কামনা পূরণ হবে। এমনকি বিবাহে বাধা দূর হবে।
১০। মারক দশা বা অষ্টম, দ্বাদশ পতির দশা থেকে রক্ষা পাবে। চার্টে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ পতির অশুভ প্রভাব থেকে রক্ষা করে।
১১। নীরোগ জীবন লাভ হবে।
১২। পারদ শিবলিঙ্গের অবস্থান যেখানে হয় সেখানে সিদ্ধি-সহ মহালক্ষ্মীর বাস করেন এবং ধনসম্পদ ঐশ্বর্য বৃদ্ধি পায়।