প্রতীকী চিত্র।
মেষ রাশির আয় বা লাভের ক্ষেত্র অধিপতি গ্রহ শনির অবস্থান নিজক্ষেত্রে। আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃষ রাশির আয়ক্ষেত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। নীচস্ত ক্ষেত্রে অবস্থান, কেতুর সঙ্গে ক্ষেত্রের দৃষ্টি সম্পর্ক। আয় বা লাভের ক্ষেত্রে আশানুরূপ ফল আশা করা যায় না।
মিথুন রাশির আয় বা লাভ ক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল নিজক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্কে আবদ্ধ। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয় বা লাভের ক্ষেত্রে।
কর্কট রাশির আয় বা লাভ ক্ষেত্র অধিপতি শুক্র। আয়ের ক্ষেত্রে অবস্থান রাহুর। শুক্র ৩ অক্টোবর থেকে নিজক্ষেত্রে দৃষ্টি দান করবে। ফলে আয় বা লাভের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।
সিংহ রাশির আয় বা লাভের ক্ষেত্র অধিপতি গ্রহ বুধ। ২ অক্টোবর থেকে নিজক্ষেত্রে অবস্থান করবে যা সিংহ রাশির আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল দানের সম্ভাবনা বৃদ্ধি করবে।
কন্যা রাশির লাভক্ষেত্রের অধিপতি চন্দ্র। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির আয়ের ক্ষেত্রে।
তুলা রাশির আয়ক্ষেত্রের অধিপতি গ্রহ রবি। তুলা রাশির আয় বা লাভের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না, মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক রাশির লাভ ক্ষেত্রের অধিপতি বুধ। বুধের নিজ ক্ষেত্রে পুনর্গমন। বৃহস্পতির দৃষ্টি আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল দান করবে। রবি মঙ্গলের রাশি পরিবর্তনের পর শুভত্ব বৃদ্ধি পাবে।
ধনু রাশির লাভ ক্ষেত্রের অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনির। শুক্রের রাশি পরিবর্তনের পর আয় বা লাভের ক্ষেত্রে পরিবর্তন আসবে। মাসের দ্বিতীয় অর্ধে শুভত্ব হ্রাস পাবে।
মকর রাশির লাভ ক্ষেত্রের অধিপতি মঙ্গল। ক্ষেত্রে অবস্থান কেতুর। ৩ অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের পর পূর্বের তুলনায় আয় বৃদ্ধির সম্ভাবনা এবং শুভত্ব বৃদ্ধির সম্ভাবনা।
কুম্ভ রাশির লাভ স্থানের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির নীচস্ত অবস্থান কুম্ভ রাশির আয় বা লাভের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম।
মীন রাশির লাভ ক্ষেত্র অধিপতি শনি। নিজক্ষেত্রে শুভ অভস্থান। সহাবস্থান বৃহস্পতির। মীন রাশির আয় বা লাভের ক্ষেত্রে পূর্ণ সাফল্য প্রাপ্তির সম্ভাবনা।