কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি। রাশি-অধিপতি বুধ। কন্যা রাশিতে অবস্থান করছে রবি। আগামী ১৭ অক্টোবর পরবর্তী তুলা রাশিতে গমন করবে। তুলা (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে বুধ। আগামী ১৪ অক্টোবর গতি পরিবর্তন করে বক্র গতি প্রাপ্ত হবে। বৃশ্চিক (তৃতীয়) রাশিতে অবস্থান করছে কেতু। ধনু (চতুর্থ) রাশিতে অবস্থান করছে রাশি-অধিপতি বৃহস্পতি। মকর (পঞ্চম) রাশিতে অবস্থান করছে রাশি-অধিপতি শনি। মেষ (অষ্টম) রাশিতে বক্রী অবস্থান করছে মঙ্গল, ৪ অক্টোবর রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে। বৃষ (নবম) রাশিতে অবস্থান করছে রাহু। সিংহ (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে শুক্র, আগামী ২৩ অক্টোবর রাশি পরিবর্তন করবে।
দ্বিতীয় রাশিতে বুধের অবস্থান মধ্যম। ধনসম্পত্তির ক্ষেত্রে। সোনা, তামা, শিক্ষা সংক্রান্ত, টেলিকম, তেল, লোহা ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
চতুর্থ রাশির অধিপতির চতুর্থ রাশিতে অবস্থান শাস্ত্রমতে সামান্য দোষ সৃষ্টি করলেও পারিবারিক ক্ষেত্র, ভূমি, ভবন এবং যানবাহনের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। শুভ মাতৃসুখের ক্ষেত্র।
পঞ্চম রাশি অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান সন্তানসুখের ক্ষেত্রে শুভ। বিদ্যাশিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাময়িক বিভ্রান্তিমূলক চিন্তা পরিশ্রান্ত করতে পারে।
আরও পড়ুন: মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন সিংহ রাশি
ষষ্ঠ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শত্রু, রোগ, ঋণ সংক্রান্ত বিষয়ে পরিশ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুভ প্রতিযোগিতার এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা, এ ব্যাপারে বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত বিশেষত ১৭ অক্টোবর পর্যন্ত।
সপ্তম রাশির অধিপতির শুভ অবস্থান হলেও সপ্তম রাশিতে বক্রী মঙ্গলের প্রত্যাবর্তন দাম্পত্যসুখের ক্ষেত্রে খুব শুভ ফল বলা যায় না। বাকবিতণ্ডা, উগ্রতা, অশান্তি দাম্পত্য সুখহানির কারণ হতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্র মধ্যম। বাকবিতণ্ডা, তর্কবিতর্ক থেকে সাবধান।
ভাগ্য স্থানে রাহুর অবস্থান ভাগ্য ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
কর্ম রাশির অধিপতির শুভ অবস্থান বৃহস্পতির দৃষ্টি চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। বিশেষ শুভ হিসাবশাস্ত্র, আইন, যোগাযোগ বিষয় সম্পর্কিত ব্যবসা বা চাকরির ক্ষেত্রে।
আয় বা লাভ স্থানে পঞ্চম পতি শনির দৃষ্টি, আয় বা লাভের ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়।