কন্যা, রাশিচক্রের ষষ্ঠ রাশি। রাশি অধিপতি বুধের অবস্থান তুলা (দ্বিতীয়) রাশিতে। তুলা (দ্বিতীয়) রাশিতে একত্রে অবস্থান করছে বুধ এবং রবি। রবি আগামী ১৬ নভেম্বর পরবর্তী বৃশ্চিক রাশিতে গমন করবে। বুধ ৩ নভেম্বর থেকে গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতিতে এবং ২৮ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক (তৃতীয়) রাশিতে অবস্থান করছে কেতু। ধনু (চতুর্থ) রাশিতে অবস্থান করছে বৃহস্পতি যা আগামী ২০ নভেম্বর পরবর্তী মকর রাশিতে গমন করবে। মকর (পঞ্চম) রাশিতে অবস্থান করছে শনি যা মীন (সপ্তম) রাশিতে অবস্থান করছে। মঙ্গল আগামী ১৪ নভেম্বর গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। বৃষ (নবম) রাশিতে অবস্থান করছে রাহু।
কন্যা রাশির সঙ্গে রাহু এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্কের ফলে শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। মানসিক উত্তেজনা, মাথা গরম এবং হঠকারিতা থেকে সাবধান। বিপরীত লিঙ্গের বন্ধুর থেকে সুখ প্রাপ্তির সম্ভাবনা।
ধনস্থানে রাশি অধিপতির অবস্থান, মঙ্গল এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক মিশ্র ফল দেবে। ধাতু, লোহা, সোনা, তেল, শিক্ষা সংক্রান্ত, যোগাযোগ, বিলাসবহুল দ্রব্যে বিনিয়োগে লাভের সম্ভাবনা। ১৬ নভেম্বরের পর শুভ পরিবর্তনের ইঙ্গিত।
চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, শুভ ফল দেবে মাতৃ সুখ, জমি, বাড়ির ক্ষেত্রে। শুভ যানবাহনের ক্ষেত্রেও। ১৬ নভেম্বরের পর যানবাহনের ক্ষেত্রে শুভ।
আরও পড়ুন: নভেম্বরে সিংহ রাশির ক্ষেত্রে শনি এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্ক থাকছে
পঞ্চম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ সন্তান সুখের ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্র শুভ। উচ্চশিক্ষা ক্ষেত্র শুভ হলেও কখনও কখনও বিভ্রান্তিমূলক চিন্তা আসবে। সাবধানতা অবলম্বন প্রয়োজন শিক্ষা সম্বন্ধীও সিদ্ধান্তের ক্ষেত্রে। ষষ্ঠ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ রোগ, শত্রু, ধন, প্রতিযোগিতা, প্রতিদন্দ্বিতার ক্ষেত্রে।
সপ্তম রাশিতে মঙ্গলের অবস্থান দাম্পত্য ক্ষেত্রে শুভ হলেও উত্তেজনা, মাথা গরম, বাক্বিতণ্ডার আশঙ্কা। বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন। মধ্যম প্রেম প্রীতির ক্ষেত্রে।
ভাগ্য রাশির অধিপতি রাশিতে (কন্যা) অবস্থান এবং ভাগ্য ক্ষেত্রে রাহুর অবস্থান বিভ্রান্তিমূলক সিদ্ধান্তের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। আয় স্থানের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল আশা করা যায়।