বৃশ্চিক রাশি চক্রের অষ্টম রাশি। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে নিজ রাশি মেষে। ধনু (দ্বিতীয়) রাশিতে একত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং কেতু। আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি গতি পরিবর্তন করবে এবং কেতু আগামী ২৩ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে। মকর (তৃতীয়) রাশিতে অবস্থান করছে শনি। আগামী ২৯ সেপ্টেম্বর গতি পরিবর্তন করবে। মিথুন (অষ্টম) রাশিতে অবস্থান রাহুর। আগামী ২৩ সেপ্টেম্বর রাহু রাশি পরিবর্তন করবে। কর্কট (নবম) রাশিতে অবস্থান শুক্রের, আগামী ২৮ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে। সিংহ (দশম) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি রবি এবং বুধ। ২ সেপ্টেম্বর বুধ এবং ১৬ সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন করে পরবর্তী কন্যা রাশিতে গমন করবে।
রাশি অধিপতির নিজের রাশিতে অবস্থান শরীর, কর্মশক্তি, মানসিক শক্তির ক্ষেত্রে শুভ। রাগ, জেদ, বৃদ্ধির আশঙ্কা। মাসের শেষ দিকে, ২৩ সেপ্টেম্বর কেতু রাশিতে গমন সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আনবে।
দ্বিতীয় রাশির অধিপতির স্বক্ষেত্রি অবস্থান শুভ। পারিবারিক ও ধন সম্পত্তির ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতির গতি পরিবর্তন এবং ২৩ সেপ্টেম্বর কেতুর রাশি পরিবর্তনে প্রাপ্ত ফলের পরিবর্তন ঘটাবে। সোনা, শিক্ষাক্ষেত্র, টেলিকম, সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে বিনিয়োগে লাভ।
আরও পড়ুন: প্রেম থেকে দাম্পত্য বা চাকরি, এ মাসে শুভ ফল পাবেন কন্যা রাশি
চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান সাংসারি, কৃষি ক্ষেত্রে, শুভ ফল আশা করা যায়। যানবাহন এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রও শুভ। পঞ্চম রাশি অধিপতির নিজ রাশিতে শুভ অবস্থান সন্তান, বন্ধুত্ব এবং শিক্ষার ক্ষেত্রে শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে। সন্তানের আলস্য বৃদ্ধি পেতে পারে।
ষষ্ঠ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শত্রু এবং রোগ ব্যাধির দ্বারা বিব্রত হওয়ার আশঙ্কা নেই। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। সপ্তম রাশির অধিপতির শুভ অবস্থানে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। শুভ প্রেম প্রীতির ক্ষেত্রেও।
ভাগ্য ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। দশম বা কর্ম রাশির অধিপতির স্বক্ষেত্রে অবস্থানে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষ শুভ সরকারি চাকরিজীবী বা সরকারের সঙ্গে সম্পর্কিত কর্মক্ষেত্রে। একাদশ বা আয় পতির শুভ অবস্থান, আয়, লাভ, আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্র শুভ।