মীন, রাশিচক্রের দ্বাদশ রাশি। রাশি অধিপতি বৃহস্পতি অবস্থান করছে নিজক্ষেত্র ধনু রাশিতে। বৃষ (তৃতীয়) রাশিতে অবস্থান করছে রাহু। কন্যা (সপ্তম) রাশিতে অবস্থান করছে শুক্র, আগামী ১৬ নভেম্বর পরবর্তী তুলা রাশিতে গমন করবে। তুলা (অষ্টম) রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। রবি আগামী ১৬ নভেম্বর এবং বুধ আগামী ২৮ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বৃশ্চিক (নবম) রাশিতে অবস্থান করছে কেতু। ধনু (দশম) রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, আগামী ২০ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। মকর (একাদশ) রাশিতে অবস্থান করছে শনি।
মীন রাশির অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হলেও মীন রাশিতে মঙ্গলের অবস্থান মানসিক উত্তেজনা, মাথা গরম ইত্যাদি সমস্যার সৃষ্টি করবে। শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল দান করবে।
দ্বিতীয় রাশির অধিপতির নিজক্ষেত্রে অবস্থান এবং দ্বিতীয় রাশিতে বৃহস্পতির দৃষ্টি শুভ ধনস্থানের ক্ষেত্রে। সোনা, শিক্ষা সংক্রান্ত বিষয়, স্থাবর সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগে লাভ।
চতুর্থ রাশির অধিপতির অষ্টমে অবস্থান, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি ভূমি-ভবন, যানবাহনের ক্ষেত্রে শুভ। শুভ মাতৃসুখের ক্ষেত্র। পারিবারিক সদস্যদের মানসিক উত্তেজনার বিষয়ে সচেতনতা প্রয়োজন।
পঞ্চম রাশিতে শনির দৃষ্টি মধ্যম ফল আশা করা যায় সন্তানসুখের ক্ষেত্রে। বিদ্যাশিক্ষার ক্ষেত্র মধ্যম। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।
আরও পড়ুন: নভেম্বরে মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন কুম্ভ রাশির জাতক
ষষ্ঠ রাশির অধিপতির অষ্টমে নীচস্থ অবস্থান। ষষ্ঠ রাশিতে বৃহস্পতির দৃষ্টি মধ্যম ফল আশা করা যায় রোগ, শত্রু এবং ঋণ সংক্রান্ত বিষয়ে। মধ্যম ফল প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।
সপ্তম রাশি অধিপতির অষ্টমে অবস্থান। তৃতীয় এবং অষ্টম পতি সপ্তমে নীচস্থ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল।
নবম রাশির অধিপতির মীন রাশিতে অবস্থান এবং নবম রাশিতে কেতুর অবস্থান ভাগ্যক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। ধর্ম, শাস্ত্র এবং ভাষা শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা এবং ধর্ম, শাস্ত্র এবং ভাষা শিক্ষায় সফলতা।
দশম বা কর্ম রাশির অধিপতির নিজক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্রে শুভ ফলের ইঙ্গিত। কর্মক্ষেত্রে শুভ ফল এবং সফলতা আশা করা যায়।
একাদশ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।