আপনার জন্ম যদি কার্তিক মাসে হয়ে থাকে, তবে দেখুন তো আপনার প্রকৃতির এগুলো সঙ্গে মিলছে কিনা—
১। কার্তিক মাসের জাতক বা জাতিকারা যে কোনও কাজ করার আগে প্রচুর বিচার বিশ্লেষণ করে তারপরে এগোন।
২। এঁরা খুব আরামপ্রিয় ও শান্তিপ্রিয় প্রকৃতির হয়ে থাকে। অশান্তির ভয়ে এঁরা অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করেন না।
৩। এঁদের মধ্যে ব্যালেন্সিং প্রকৃতি লক্ষ্য করা যায়। যে কোনও পরিস্থিতি পরিচালনা করার ক্ষমতা এঁদের থাকে।
৪। সহজেই লোকের সঙ্গে মিশে যেতে, বন্ধুত্ব করতে এঁরা খবু ভাল পারেন।
আরও পড়ুন: রাশি অনুযায়ী কোন সম্পর্ক আপনার জন্য লাভদায়ক
৫। পড়াশোনার প্রতি খুব আগ্রহ থাকে এঁদের। আইন, প্রশাসন, শিক্ষকতা, গবেষণা ইত্যাদিতে এঁরা সাফল্য পেয়ে থাকেন।
৬। এঁরা একটু খুঁতখুঁতে প্রকৃতির হন। অতিরিক্ত পর্যবেক্ষণের ফলে ভাল সম্পর্ক নষ্ট হয়ে যায়।
৭। জন্মছকে যদি গ্রহণ দোষ, বিশ দোষ, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ থাকে, তা হলে যথাযথ প্রতিকার করতে হবে। না হলে বিলাসিতার জন্য প্রচুর অর্থ নষ্ট হবে এবং পরে অর্থ কষ্টে ভুগতে হবে।
৮। অর্থের প্রতি এঁদের মমতা কম, বিলাসিতার জন্য বিপুল অর্থ নষ্ট করে।
৯। ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬ এই বয়সগুলিতে শুভ পরিবর্তন দেখা দেবে।
১০। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই মাসের জাতক জাতিকার বিয়ে কম বয়সে হয়। কিন্তু বিবাহিত জীবনে বিভিন্ন মানসিক অশান্তি হয়। কারণ একটাই, সঙ্গীকে অতিরিক্ত জ্ঞান দেওয়া, সব ব্যাপারে বোঝানো, খুঁত ধরা ইত্যাদি।
১১। বৈশাখ, আষাঢ়, ফাল্গুন মাসের জাতক জাতিকার সঙ্গে বিবাহ শুভ। জ্যৈষ্ঠ, আশ্বিন, চৈত্র মাসের জাতকের সঙ্গে বিবাহ অশুভ।
১২। এঁদের শুভ রং সবুজ ও ফিকে নীল।