বিশুদ্ধ সিদ্ধা‌ন্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর নির্ঘণ্ট ও সময়সূচি

গণেশের কুষ্ঠিতে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শশ এবং রুচক নামের যোগ তৈরি হয়। দসমেশ নিজের গৃহে রয়েছেন, তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ। তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত। গণেশের অপর নাম বিঘ্নহর্তা। কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন-বাধা দূর করেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১১:০১
Share:

শাস্ত্র মতে, ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়। তাই শাস্ত্রে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনই সারা দেশে গণেশ চতুর্থী পালিত হয়।

Advertisement

জ্যোতিষশাস্ত্রে চতুর্থীকে রিক্তা তিথি বলা হয়েছে। সে দিন কোনও শুভ কাজ হয় না। কিন্তু সে দিনই গণেশের জন্মদিন হওয়ায় চতুর্থীতে রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না। তাই সমস্ত শুভ কাজ করা যায়। গণেশের কুষ্ঠিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে।

লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। আবার সূর্যের ওপর শনির দৃষ্টি থাকার ফলেই বাবার হাতে পুত্রের শিরোচ্ছেদ হয়।

Advertisement

আরও পড়ুন: সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখতে পবিত্র ভাদ্র মাসে এই কাজগুলি করুন

গণেশের কুষ্ঠিতে লগ্ন এবং লগ্নে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম গৃহের স্বামী। অন্য দিকে বুধও স্বরাশির। এই কারণে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য।

গণেশের কুষ্ঠিতে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শশ এবং রুচক নামের যোগ তৈরি হয়। দসমেশ নিজের গৃহে রয়েছেন, তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ। তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত।

গণেশের অপর নাম বিঘ্নহর্তা। কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন-বাধা দূর করেন। লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পান। ভারতে গনেশ চতুর্থীর দিনে ব্যাপক উৎসব পালিত হয়।

এখন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের (২০১৯ সাল) গণেশ চতুর্থীর নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

চতুর্থী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ ভাদ্র ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০১/০৯/২০১৯।

সময়: শেষ রাত্রি ০৪টে ৫৭ মিনিট থেকে।

চতুর্থী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৬ ভাদ্র ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০২/০৯/২০১৯।

সময়: রাত্রি ০১টা ৫৪ মিনিট পর্যন্ত।

গণেশ চতুর্থী উৎসব:

বাংলা তারিখ: ১৬ ভাদ্র ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০২/০৯/২০১৯।

সময়: রাত্রি ০১টা ৫৪ মিনিট মধ্যে সৌভাগ্যচতুর্থী ব্রত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

চতুর্থী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ ভাদ্র ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০২/০৯/২০১৯।

সময়: দুপুর ০১টা ৪৫ মিনিট থেকে।

চতুর্থী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৬ ভাদ্র ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৩/০৯/২০১৯।

সময়: সকাল ০৭টা ০৩ মিনিট পর্যন্ত।

গণেশ চতুর্থী উৎসব:

বাংলা তারিখ: ১৬ ভাদ্র ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৩/০৯/২০১৯।

সময়: সকাল ০৭টা ০৩ মিনিট ২৬ সেকেন্ড মধ্যে সৌভাগ্যচতুর্থীব্রত।

বিশেষ দ্রষ্টব্য- (বিশুদ্ধ সিদ্ধান্ত মতে) মহারাষ্ট্রে দশ দিন ব্যাপী গণেশ পূজার উৎসব। এই উৎসব চলবে ২ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ গণেশ বিসর্জনের দিনক্ষণ ১২ সেপ্টেম্বর ২০১৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement