আপনার মতো গোলমেলে প্রকৃতি খুব কম লোকেরই আছে। জীবনে কী করবেন, কী করবেন না, সে সম্বন্ধে সঠিক ধারণা আপনার থাকে না। এখন দেখে নেওয়া যাক আপনার ভাগ্য কী রূপ হতে পারে:
আপনাকে ভাগ্যশালী বলা চলে না, কেননা জীবনে এমন অনেক ঝঞ্ঝাট ও অশান্তি আপনাকে ভোগ করতে হবে, যার ওপর আপনার নিজের কোনও হাত নেই। পরের ওপর আপনার কম-বেশি নির্ভরতা থাকবে। নিজের হাজার চেষ্টা সত্ত্বেও আপনি কোনও বাধা দূর করতে বা উন্নতি করতে পারবেন না। জন্মকালে আপনার কোষ্ঠীর গ্রহসংস্থান যদি অসম্ভব রকম ভাল হয়, তা হলেই আপনার পূর্ণ ভাগ্যোদয় হবে। না হলে জীবনে পূর্ণ উন্নতি কখনওই হবে না। তা জাড়া যদি আধ্যাত্মিকতার অনুশীলন করেন এবং মনে সেবাধর্ম প্রতিষ্ঠিত হয়, তা হলেও আধ্যাত্মিক শক্তিতে ভাগ্য অনেকটা পরিবর্তিত হতে পারে, না হলে জীবনে অনেক উত্থান-পতনের ভিতর দিয়ে অগ্রসর হতে হবে। এর ফলে বেশি কিছু করা আপনার দ্বারা হয়ে উঠবে না।
আপনার জীবনের স্মরণীয় পরিবর্তনের সময়: ১৩, ২৫, ৩৭, ৪৯ ও ৬১ বছর বয়সে।