—প্রতীকী ছবি।
শনিবার কার্তিক পুজো। বাংলায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয়। দেব সেনাপতি কার্তিক হলেন শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। উত্তর ভারতেও কার্তিক পুজোর প্রচলন রয়েছে। বাঙালি হিন্দুদের মধ্যে অনেক ঘরেই এই পুজো করা হয়। এ ছাড়া হুগলি জেলার বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং কাটোয়ায় এই পুজো বিখ্যাত। এই দিন বাড়িতে বিশেষ কিছু টোটকা করতে পারলে উপকার পাওয়া যায়।
টোটকা
১) কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে।
২) পুজোর সময় অবশ্যই একটা বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন।
৩) ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।
৪) কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন।
৫) শিশুরা যে সব খেলনা নিয়ে খেলতে ভালবাসে, সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে রেখে দিন।
৬) কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।
৭) কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন। এ ছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন।
৮) কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হল রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তা হলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন। এ ছাড়া যে কোনও রঙীন ফুলই দেওয়া যেতে পারে, যেমন লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চম্পা এবং গাঁদা ফুল তাঁর খুব পছন্দের।