যে কোনও কাজ শুরু করতে হলে প্রথমেই প্রয়োজন তার উপযুক্ত স্থান। তাই কোনও বাড়ি, দোকান, অফিস, শো-রুম, ফ্যাক্টরি ইত্যাদি তৈরি করার আগে বাস্তুশাস্ত্রের শরণাপন্ন হতে হয়। কিন্তু কখনও কখনও এই শাস্ত্রকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়ে ওঠে না। যার ফলে পরবর্তীকালে কিছু কিছু সমস্যা সম্মুখীন হতে হয়।
এখন দেখে নেওয়া যাক এই শাস্ত্র না মেনে গৃহ নির্মাণ করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়-
১। মেষ, তুলা, কর্কট, মকর লগ্নে গৃহ নির্মাণ করতে নেই।
২। যদি মঙ্গল হস্তা, রেবতী, মঘা, পূর্বাষাঢ়া, মূলা নক্ষত্রগুলোর দৃষ্ট হয় ও সে দিন যদি মঙ্গলবার হয়, তবে গৃহনির্মাণ করলে চুরি, অগ্নিভয় ও সন্তান দ্বারা অত্যাচারিত হতে হবে।
আরও পড়ুন: আগামী বছর কোন রাশির আর্থিক অবস্থা কেমন থাকবে
৩। যদি পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, জ্যেষ্ঠা, স্বাতী, ভরনী নক্ষত্রে শনির সঙ্গে যুক্ত হয় এবং ওই সব স্থানে শনি অবস্থান করে, তবে গৃহনির্মাণ করলে দৈত্য বা প্রেতের অবাসস্থল হবে। যদি রবি দুর্বল, নীচস্থ ও অসাম্যস্থানে থাকে তবে গৃহ নির্মাণ করলে স্ত্রীর মৃত্যু হয়।
৪। যদি গৃহ নির্মাণের সময় নক্ষত্র দুর্বল ও নীচস্থ হয়, তা হলে বিত্ত নাশ হবেই।
৫। ভিত্তি স্থাপনের সময় রবি মিথুনে অবস্থান করলে জাতকের মৃত্যু হবে। রবি কন্যায় অবস্থান করলে জাতক বিভিন্ন রোগগ্রস্ত হবে।
৬। রবি ধনুরাশিতে থাকলে ক্ষতি, রবি মীন রাশিতে অবস্থান করলে রোগ ও ভীতি নির্দেশ করে।
৭। গৃহ নির্মানের সময় কোষ্ঠী তৈরী করলে এবং তৃতীয়, ষষ্ঠ ও একাদশে অশুভ নক্ষত্রে থাকলে গৃহনির্মাণ করা উচিত নয়।
৮। রিক্তা তিথি অর্থাৎ চতুর্থী, নবমী, চতুর্দশী তিথিতে গৃহ নির্মাণ করা যাবে না।
৯। বাড়ির ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়লে গৃহকর্তার কিডনির সমস্যা হবে। ছোটদের অজীর্ণ রোগ দেখা দেবে। খেয়াল রাখতে হবে নর্দমায় পাঁক যেন না জন্মায়।