নতুন বাড়ি তৈরির আগে বাস্তুশাস্ত্রের সাহায্য নেওয়া এখন প্রায় সবার মধ্যেই দেখা যাচ্ছে। বাস্তুকে গুরুত্ব দিতে প্রায় মানুষই শুরু করেছেন। বাস্তু মেনে বাড়ি তৈরি করার যে উপকারিতা, তা সকলেরই চোখে পড়ছে। বাস্তু অনুযায়ী বাড়ি তৈরির সুপ্রভাব বসবাসকারী মানুষদের ওপর পরে। এর প্রভাবে সুখ-শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী হয়। তাই বাড়ি তৈরির সময় ঘরের অন্যান্য জিনিসের সঙ্গে দরজা জানলাও ঠিক মতো করার বিশেষ প্রয়োজন রয়েছে। বাড়ির মোট দরজা ও মোট জানলা সব সময় জোড় সংখ্যার করতে হবে, বিজোড় সংখ্যার নয়।
আরও পড়ুন: দাম্পত্য কলহ কি ডিভোর্সের রূপ নিতে চলেছে? ডিভোর্স এড়াতে মেনে চলুন সহজ কিছু বাস্তু টিপস
জেনে নেওয়া যাক দরজা জানলা সম্পর্কে বিশেষ কিছু কথা—
• বাড়ির দরজা ও জানলা জোড় সংখ্যার হওয়াই ভাল। সংখ্যার শেষে যেন ০ সংখ্যাটি না থাকে।
• বাড়ির প্রধান দরজা যেন একটা বা দুটোর বেশি না হয়।
• যে দিকে ঘরের দরজা খোলা হয়, সে দিকে যেন বাড়ির প্রধান দরজা করা হয়।
• বাড়ির প্রধান দরজা উত্তর দিক, পূর্ব দিক বা উত্তর-পূর্ব দিকে হয়।
• লক্ষ্য রাখতে হবে, বাড়ির প্রধান দরজার সামনে যেন কোনও রাস্তার ক্রসিং বা বড় গাছ না থাকে। তবে বেশ কিছুটা দূরে থাকলে অসুবিধা নেই।
• বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, বাড়ির প্রধান দরজার মুখ যেন ভিতর দিকে খোলে। যদি একপাল্লার হয়, তা হলে যেন ভিতরের বাঁদিকে খোলে।
• বাড়ির সিঁড়ি তৈরির ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে সিঁড়ি যেন জোড় সংখ্যার হয়।