আর্দ্রা নক্ষত্র রত্নাকৃতি একাকী নক্ষত্র।
আর্দ্রা নক্ষত্র মিথুন রাশি। বুধের ক্ষেত্র।
উচ্চদন্ত, সুশ্রী হস্তে মৎস্যচিহ্ন, রোমশ, জ্ঞানী, সত্যবাদী, দয়াশীল, কামীদ্বিভার্য্যা, সঙ্গীত, বিদ্যাবিশারদ, শুচিপ্রিয়, সবদিকে বিচক্ষণ, পরবুদ্ধিজীবী, ক্রোধী, পারিবারিক সুখের অভাব, স্বল্পাহারি, বাল্যসুখী, কৃষিকর্মশীল, রাজপ্রিয়, চক্ষুরোগী।
এখন দেখে নেওয়া যাক এই নক্ষত্রের জাতক/জাতিকার জীবনে কখন কী ঘটতে পারে—
এক বছর সাত মাস সাত দিন বয়স পর্যন্ত দৈহিক অশান্তি।
পাঁচ বছর চার মাস ন’দিন বয়সে চন্দ্ররিষ্টি (দুর্বল চন্দ্রে দশাভোগ হলে অথবা দুর্বল চন্দ্র কোষ্ঠীতে থাকতে চন্দ্ররিষ্টি বলবান হবে)
১৯ বছর ন’মাস সাত দিন বয়সে জ্বর।
২০ বছর পাঁচ মাস ১০ দিন বয়সে পেটে বেদনা।
৩৫ বছর তিন মাস ২৮ দিন বয়সে বসন্ত রোগ।
৪১ বছর চার মাস তিন দিন বয়সে সর্পাঘাত অথবা শরীরে বিসর্পপীড়া ভয়।
৭২ বর্ষ ১১ মাস পাঁচ দিনে অগ্রহায়ণ, শুক্লা একাদশীতে, মঙ্গলবার, মৃগশিরা নক্ষত্রে, প্রাতে বেদনা মৃত্যুতুল্য। আয়ুবিচার আবশ্যক।