সাড়ে সাতি শুরু হল কুম্ভ রাশির, কেমন ফল দেবে এই বছর, জেনে নিন

সাড়ে সাতি বললে প্রায় সব মানুষের মনেই একটু ভয়ের সঞ্চার হয়। কারণ সাড়ে সাতির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জীবনে সঙ্কটের সৃষ্টি করে থাকে। তবে মকর এবং কুম্ভ যেহেতু শনির নিজের ঘর, তাই খুব খারাপ ফল হয়তো এই দুই রাশির ক্ষেত্রে হয় না। এক টানা সাড়ে সাত বছর খারাপ ফল হবে, এ রকম কখনওই সম্ভব নয়। কিছু খারাপ ঘটনার মধ্যে ভাল ঘটনার আশাও রাখা যেতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

সাড়ে সাতি বললে প্রায় সব মানুষের মনেই একটু ভয়ের সঞ্চার হয়। কারণ সাড়ে সাতির শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জীবনে সঙ্কটের সৃষ্টি করে থাকে। তবে মকর এবং কুম্ভ যেহেতু শনির নিজের ঘর, তাই খুব খারাপ ফল হয়তো এই দুই রাশির ক্ষেত্রে হয় না। এক টানা সাড়ে সাত বছর খারাপ ফল হবে, এ রকম কখনওই সম্ভব নয়। কিছু খারাপ ঘটনার মধ্যে ভাল ঘটনার আশাও রাখা যেতে পারে।

Advertisement

দেখে নেওয়া যাক ২০২০ সালে কুম্ভ রাশির সাড়ে সাতি কী কী ভাল ও খারাপ ফল দেবে-

• কুম্ভ রাশির এই সময়ে বিদেশ যাত্রা হতে পারে। কর্ম বা ভ্রমণ সূত্রে বাইরে কোথাও যেতে হতে পারে। যে কোনও কারণেই হোক, যদি কুম্ভ রাশির মানুষরা বিদেশে থাকেন বা বাড়ি থেকে দূরে থাকেন, তাঁরা ভাল কিছু হওয়ার আশা রাখতে পারেন।

Advertisement

• শুরুর সাড়ে সাতিতে কুম্ভ রাশির জাতক অর্থ সঞ্চয় করতে পারবেন। সেভিংসের দিকে একটু নজর দেওয়া বিশেষ প্রয়োজন।

• এই সময়ে যে কোনও কারণেই হোক না কেন, নিকট আত্মীয়রা আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারেন।

আরও পড়ুন: শনির সাড়ে সাতি থেকে বাঁচার উপায়

• পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্রে, বা ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে বা যে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

• এই সময় শত্রু ভয় ভীষণ ভাবে কাজ করবে। হয়তো কেউ শত্রুতা করছে না, তবুও এই ভয়টা মনে সব সময় কাজ করবে।

• ঋণ সংক্রান্ত বিষয়ে একটু নজর দিতে হবে।

• বাবার শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে।

• এই সময় না চাইতেও আপনি স্পষ্ট বক্তা হয়ে উঠবেন। এর ফলে নানা সমস্যা দেখা দিতে পারে।

• অতিরিক্ত অলসতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

• কর্মক্ষেত্রে পরিস্থিতি একটু নেগেটিভে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement