যৌন সম্পর্কে কোন গ্রহের কী ভূমিকা জেনে নিন

একটা মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য যেমন ভালবাসা ও বিশ্বাসের প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন যৌন পরিতৃপ্তি। এর অভাব ঘটলেই জীবনে দু’জনের মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি হতে থাকে। গ্রহের অবস্থানে যৌনতার তৃপ্তি অতৃপ্তি অনেকটা নির্ভর করে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

জীবনে সকল প্রকার সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার হল বিবাহ। যৌবনে বিবাহ ক্রিয়া সম্পন্ন হয়। যৌবন শব্দটি থেকে ‘ব’ অক্ষর বাদ দিলে হয় ‘যৌন’। তাই যৌবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আছে এই যৌন শব্দটি।

Advertisement

বিবাহের পর সাংসারিক সুখ শান্তির সঙ্গে সঙ্গে দু’জনের যৌন পরিতৃপ্তি অতি আবশ্যক। একটা মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য যেমন ভালবাসা ও বিশ্বাসের প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন যৌন পরিতৃপ্তি। এর অভাব ঘটলেই জীবনে দু’জনের মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি হতে থাকে। গ্রহের অবস্থানে যৌনতার তৃপ্তি অতৃপ্তি অনেকটা নির্ভর করে।

আরও পড়ুন:এ ভাবে ঘুমোলে বাড়তে পারে দাম্পত্য জীবনে যৌন সমস্যা

Advertisement

জেনে নিন যৌনতায় কোন গ্রহের কী ভূমিকা—

• রবি প্রদান করে শরীরের যৌন উষ্ণতা।

• চন্দ্রের কাজ হল এই যৌন আবেগকে মধুর মিলনে পরিণত হতে সহযোগিতা করা।

• শুক্র প্রতিটি জাতক জাতিকার মধ্যে যৌন আবেগের প্রভাব ঘটায়। যার প্রভাবেই নর-নারী উভয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হন।

আরও পড়ুন: কেমন যাবে আপনার চলতি মাস? জেনে নিন

• বুধ প্রদান করে যৌন পরিতৃপ্তি পাওয়ার চঞ্চলতা ও সবল স্নায়ু।

• রবি ও শুক্র যৌথভাবে প্রদান করে বীর্য।

• সপ্তম স্থানে যদি শুক্র, রাহু, মঙ্গল একত্রে অবস্থান করে, তবে বিকৃত যৌন ভাবের জন্ম দেয়।

• আর শনি প্রদান করে সর্বশেষে যৌনক্রিয়ার বিতৃষ্ণা।

• সপ্তম স্থানে শনি নীচস্থ বুধ বক্রী ও মঙ্গল অবস্থান করলে যৌনাঙ্গের ত্রুটি নির্দেশ করে।

• রাহু দেয় ভোগ করার স্পৃহা, মঙ্গল শারীরিক কসরৎ।

** যদি জীবনে কখনও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, তা হলে সমস্যার সমাধান পেতে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement