মঙ্গল লগ্ন স্থানে থাকলে জাতক কুব্জ দেহ বিশিষ্ট হতে পারেন। অর্থ থাকবে। লোকমুখে নিন্দা বা কুৎসা রটবে। মঙ্গল লগ্নে থাকলে জাতক কৃষ্ণবর্ণ, খল, পাপী, অসুখী হতে পারেন। খুব শৌখিন হন না, বরং ছেঁড়া জামাকাপড় পরতে বেশি পছন্দ করেন।
মঙ্গল ধনস্থানে থাকলে জাতক কৃষিজীবী, ব্যবসায়ী, বক্তা বা প্রবাসী হতে পারেন। বিপরীত হলে জাতকের সহ্য শক্তি খুব বেশি হবে। একটু লোভী প্রকৃতির হলেও অল্পে খুশি থাকবেন।
মঙ্গল তৃতীয় স্থানে থাকলে সহোদরের বিনাশ হতে পারে। মঙ্গল তুঙ্গে অবস্থান করলে জাতক দীর্ঘ আয়ুযুক্ত হন। সুখী ও বিলাসী হন এঁরা। বিপরীত হলে গরিব হবেন। অনেক ক্ষেত্রে সুখ থাকে না। বন্ধুস্থানে মঙ্গল থাকলে জাতক বন্ধুহীন হন।
মঙ্গল সন্তানস্থানে থাকলে জাতক সাধারণত পুত্রহীন, সুখহীন ও অর্থহীন হন। মঙ্গল যদি নীচস্থ হয়, তা হলে প্রচুর শত্রু থাকে।
আরও পড়ুন: কোন দিন নিরামিষ খেলে কোন দেবতার আশীর্বাদ পাওয়া যায় জেনে নিন
মঙ্গল রিপুস্থানে থাকলে জাতক রাজসম্মান পান। দেখতে একটু অসুন্দর হতে পারেন। এই জাতকের অনেক পুত্র থাকতে পারে।
মঙ্গল সপ্তমে অবস্থান করলে এবং নীচস্থ হলে জাতকের স্ত্রী বিনাশ হতে পারে। স্ত্রীকে বেশির ভাগ ক্ষেত্রে দেখতে ভাল হয় না। মঙ্গল তুঙ্গে থাকলে জাতক সুন্দর হন।
মঙ্গল নিধনস্থানে থাকলে জাতক একাধিক রোগে ভুগতে পারেন। মঙ্গল দুর্বল হলে জাতকের দুর্ঘটনা যোগ বেশি থাকবে।
মঙ্গল ধর্মস্থানে থাকলে জাতক সৌভাগ্যহীন হন। তবে সাধারণত এঁদের শরীরে রোগ থাকে না।
মঙ্গল কর্মস্থানে থাকলে জাতক সাহসী ও স্ত্রী অনুরাগী হন। প্রচণ্ড রাগী ও ধার্মিক হন এঁরা।
মঙ্গল আয়স্থানে থাকলে জাতক পণ্ডিত, পরোপকারী ও সহনশীল হন। এঁরা একটু লোভী প্রকৃতির হয়ে থাকেন।
মঙ্গল দ্বাদশে অবস্থান করলে জাতক পরের অর্থে দৃষ্টি দিয়ে থাকেন।