জন্মকুণ্ডলীতে মঙ্গলগ্রহের অবস্থানের উপর মাঙ্গলিক দোষ নির্ভর করে। আপনার জন্ম লগ্ন যদি ধনু লগ্নে হয়ে থাকে এবং আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে হয়, তবে আপনাকে মাঙ্গলিক ধরা হবে। মঙ্গলের অবস্থান ভেদে কিছু স্বাভাবিক ফলাফল আছে যেমন, প্রথম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকলে জাতকের স্বাস্থ্য ভাল যায় না, স্বভাবে উগ্রতা আসে। চতুর্থ ভাবে মঙ্গলের প্রভাবে মায়ের শরীর খারাপ, বাড়িতে অসুস্থতা লেগেই থাকে। সপ্তমে মঙ্গলের প্রভাবে বিবাহিত জীবন সুখের হয় না, অশান্তি লেগেই থাকে। ব্যবসায় উন্নতি হয় না। অষ্টমে মঙ্গলের প্রভাবে আইনি ঝামেলা বৃদ্ধি পায়। আর দ্বাদশে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার মানসিক দুশ্চিন্তা, টেনশন বেড়ে যায়।
আসুন জেনে নেওয়া যাক আপনার ক্ষেত্রে মঙ্গলের অবস্থান অনুযায়ী কী রকম ফলাফল পেতে পারেন:
প্রথম ঘর অর্থাৎ ধনু রাশিতে যদি মঙ্গল স্থিত হয়, তবে জাতক পরিশ্রমী, বুদ্ধিমান ও অধ্যবসায়ী হন। চেষ্টা, বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা ধনাগমের রাস্তা সুগম করে।
চতুর্থ ঘর অর্থাৎ মীনে যদি মঙ্গল স্থিত হয় তবে জাতক অশুভ ফল ভোগ করেন। পত্নীসুখ পান না। বিদ্যা কম লাভ করেন। জমি, বাড়ি, গাড়ি থাকা সত্ত্বেও জীবনে শান্তি পান না।
সপ্তম ঘর অর্থাৎ মিথুনে মঙ্গল স্থিত হলে জাতক দুর্বল স্বাস্থ্যের হলেও বুদ্ধিমান হন। বুদ্ধির দ্বারা অর্থোপার্জন হয়। তবে পারিবারিক কিছু সমস্যা থাকে।
আরও পড়ুন: বৃশ্চিক লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার
অষ্টম ঘর অর্থাৎ কর্কটে মঙ্গল স্থিত হলে জাতক চিন্তিত থাকেন। ভাইদের সঙ্গে মামলায় জড়িয়ে পড়ার যোগ থাকে।
দ্বাদশ ঘর তুলায় মঙ্গল স্থিত হলে দাম্পত্য শান্তি পান না জাতক। ব্যয় বেশি হওয়ায় সঞ্চয় বিশেষ হয় না।
এ বার কয়েকটি সাধারণ প্রতিকার জেনে নিন ধনু লগ্নের জন্য:
১। মঙ্গলবার উপবাস ও ব্রত পালন করা উচিত।
২। নিরামিষ আহারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করা উচিত।
৩। কোনও রকম জুয়া, রেস ইত্যাদিতে অংশ নেওয়া উচিত নয়।
৪। দক্ষিণদ্বার যুক্ত ঘরে বাস করবেন না।