কুম্ভ লগ্নের মাঙ্গলিক ও তার সাধারণ প্রতিকার

লগ্নের মাঙ্গলিক। কিন্তু কী এই মাঙ্গলিক? এ সম্বন্ধে আগে আমাদের ভাল করে জানা দরকার। মঙ্গল যদি লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকে তাহলে বৈধব্য যোগ বলা হয়। এই যোগ যদি মেয়েদের জন্মকালীন ছকে থাকে তাহলে তার দোষে স্বামীকে হারায়। পুরুষের ছকে থাকলে তার দোষে সে পত্নীহারা হয়। সেই কারণে এই দোষ যদি কারও ছকে থাকে তা অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত। বিবাহের ক্ষেত্রে এটা বিবেচনা করে বিবাহ দিলে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০০:০৫
Share:

লগ্নের মাঙ্গলিক। কিন্তু কী এই মাঙ্গলিক? এ সম্বন্ধে আগে আমাদের ভাল করে জানা দরকার। মঙ্গল যদি লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকে তাহলে বৈধব্য যোগ বলা হয়। এই যোগ যদি মেয়েদের জন্মকালীন ছকে থাকে তাহলে তার দোষে স্বামীকে হারায়। পুরুষের ছকে থাকলে তার দোষে সে পত্নীহারা হয়। সেই কারণে এই দোষ যদি কারও ছকে থাকে তা অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত। বিবাহের ক্ষেত্রে এটা বিবেচনা করে বিবাহ দিলে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মানুষ এসব দিক বিচার বিবেচনা না করেই বিবাহ দিচ্ছে। সুতরাং বিচ্ছেদের সংখ্যাও আগের তুলনায় অনেক বেশি। এই সব দিক বিচার বিবেচনা করে বিবাহ দিলে কিছুটা রেহাই পাওয়া যায় বিবাহ বিচ্ছেদের হাত থেকে।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক, আপনার জন্ম লগ্ন যদি কুম্ভ হয়ে থাকে তবে আপনার ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের কী প্রকার প্রভাব আপনি পেতে পারেন

কুম্ভ রাশিতে অর্থাৎ জাতকের লগ্নে বা প্রথম ঘরে যদি মঙ্গল স্থিত হয় তবে জাতক অবশ্যই ধনী ব্যবসায়ী হবে। পিতৃসুখ বঞ্চিত থাকে, তবে নিজে খুব প্রভাবশালী হয়।

Advertisement

চতুর্থ ঘরে অর্থাৎ বৃষরাশিতে যদি মঙ্গল স্থিত হয় তবে জাতক ধনী ও সুখী হয় এবং যশলাভ করে।

আরও পড়ুন: মকর লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার

সপ্তম ঘরে অর্থাৎ সিংহে মঙ্গল স্থিত থাকলে জাতক ভাগ্যবান, সুন্দরী সুশীলা স্ত্রীরত্ন লাভ হয়। শান্তি লাভ সর্বত্র ঘটে।

অষ্টম ঘরে অর্থাৎ কন্যায় মঙ্গল স্থিত হলে জাতকের উপার্জন খুব ভাল হয়। তবে সরকারি কর্মচারী হলে ঘুষ নেওয়ার প্রবণতা থাকে।

দ্বাদশ ঘরে অর্থাৎ মকরে মঙ্গল স্থিত হলে জাতক স্ত্রীসুখ পায় না, প্রবাসে বাসস্থান হয় এবং অর্থ রোজগারে সফলতা পায়।

এ বার আসুন জেনে নেওয়া যাক এই লগ্নের মঙ্গলের অশুভ প্রভাবের কয়েকটি সাধারণ প্রতিকার

১। দরিদ্র নারায়ণকে সেবা করা শুভ।

২। হনুমান চালিশা বিতরণ করা শুভ।

৩। মাটির হাঁড়িতে মেটে সিন্দুর রেখে প্রতি মঙ্গলবার তা নদীতে ভাসানো শুভ।

৪। রূপা দান করা শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement