জন্মরাশি থেকে গোচরকালীন শনি যখন চতুর্থে বা অষ্টমে এসে উপস্তিত হয়, তখন এই আড়াই বছর শনির উক্ত রাশিতে অবস্থানকে ঢাইয়া বলা হয়। শনি যদি জন্মছকে পীড়িত হয়, তবেই অশুভ ফল দেখা দিয়ে থাকে। পীড়িত না হলে শুভফল দিয়ে থাকে।
এই সময়কালে নতূন কোনও কাজ আরম্ভ করা উচিত নয়। এই সময় পারিবারিক, আর্থিক, মানসিক, শিক্ষাক্ষেএ ও স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে।
আরও পড়ুন: আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি লাকি জানেন? (দ্বিতীয় পর্ব)
এই সময় মানুষকে সৎ থেকে এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোনও রকম আলস্য না করে নিজের কাজ করে যাওয়া দরকার।
এখন জেনে নেওয়া যাক শনির ঢাইয়া চলাকালীন আর কী কী প্রতিকার করা যেতে পারে:
১। অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ দিন প্রতি শনিবার।
২। অশ্বত্থ গাছে সকালে দুধ ও গঙ্গাজল দিন।
৩। ২১ সপ্তাহ প্রতি শনিবার নিরামিষ ভোজন করুন।
৪। শনিবার চুল, দাড়ি, নখ কাটবেন না।
৫। দুপুর ও রাত্রে খাওয়ার পর পা ধুয়ে ফেলুন।
৬। শুক্লপক্ষের শনিবার থেকে শনির বীজমন্ত্র সূর্যাস্তের পর ১০৮ বার জপ করুন।
মন্ত্র: ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ।
৭। শনিবার সর্ষের তেল ও প্রদীপ কিনবেন না।
৮। মহামৃত্যুজ্ঞয় মন্ত্র জপ করুন।
৯। দক্ষিণা কালিকা কবচ ধারণ করুন।