১৪২৬ সনের মহালয়া অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি

প্রথমত জেনে নেওয়া যাক, মহালয়া কী? সনাতন ধর্মে কোনও শুভ কাজ করতে গেলে, পূর্বপুরুষদের সঙ্গে সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি-অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কাজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৬
Share:

প্রথমত জেনে নেওয়া যাক, মহালয়া কী?

Advertisement

সনাতন ধর্মে কোনও শুভ কাজ করতে গেলে, পূর্বপুরুষদের সঙ্গে সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি-অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কাজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন।

সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন, তাঁরা তাঁদের পূর্বপূরুষদের স্মরণ করে, তাঁদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াতদের আত্মা মর্ত্যে পাঠিয়ে দেওয়া হয়। আত্মার এই সমাবেশকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন এটি।

Advertisement

সনাতন ধর্ম অনুসারে, বছরে একবার প্রয়াত পিতা-মাতার উদ্দেশে পিণ্ড দান করতে হয়। সেই তিথিতে করতে হয় যে তিথিতে তাঁরা প্রয়াত হয়েছেন। সনাতন ধর্মের কার্যাদি কোনও তারিখ অনুসারে করা হয় না, তিথি অনুসারে হয়।

আরও পড়ুন: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৪২৬ সনের মহালয়া এবং দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

মহালয়াতে যাঁরা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন, তাঁরা শুধু পূর্বপুরুষদের নয়, পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন। যাঁদের পুত্র নেই, যাঁদের কেউ নেই, আজ তাঁদেরও স্মরণ করে অঞ্জলী প্রদান করতে হয়।

‘যেযাং, ন মাতা, ন পিতা, ন বন্ধু’— অর্থাৎ যাঁদের মাতা-পিতা-বন্ধু কেউ নেই, এই স্মরণে তাঁরাও তৃপ্তিলাভ করুক।

এখন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের মহালয়ার নির্ঘণ্ট ও সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

মহালয়া অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ১০ আশ্বিন ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ২৭/০৯/২০১৯।

সময়: রাত্রি ৩টে ৪৬ মিনিট থেকে।

মহালয়া অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১১ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত।

মহালয়া অমাবস্যার ব্রতোপবাস ও নিশিপালন:

বাংলা তারিখ: ১১ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

মহালয়া অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ০৯ আশ্বিন ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ২৭/০৯/২০১৯।

সময়: রাত্রি ০২টো ৪৭ মিনিট থেকে।

মহালয়া অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১০ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১২টা ২৩ মিনিট পর্যন্ত।

মহালয়া অমাবস্যার ব্রতোপবাস ও নিশিপালন:

বাংলা তারিখ: ১০ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১২টা ২৩ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement