শ্রীশ্রীদুর্গাপূজার পঞ্চমীর নির্ঘণ্ট ও সময়সূচি

দেখে নেওয়া যাক শুভ পঞ্চমীর সময়সূচি

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

আমাদের সবার সঙ্গেই দুর্গাপুজো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই পুজোকে কেন্দ্র করে বাঙালি, অবাঙালি সবাই নানান রঙে, রূপে ও আনন্দে সেজে ওঠে। পুজোয় পঞ্চমীতে মায়ের মূর্তির উন্মোচন হয় বোধন দিয়ে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক শুভ পঞ্চমীর সময়সূচি—

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে-

Advertisement

কলকাতায়(পশ্চিমবঙ্গে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট

বাংলা ১৪২৫ সন (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী) ইংরাজী ২০১৮

মা দুর্গার ঘোটকে আগমন, ফল- ছত্রভঙ্গস্তরঙ্গমে।

মা দুর্গার দোলায় গমন, ফল- মড়ক।

২৭ আশ্বিন (ভাঃ ২২ আশ্বিন), ইং ১৪ অক্টোবর, ২০১৮, রবিবার—

পঞ্চমী সকাল ৬টা ২৮ মিনিট। শ্রীশ্রীশারদীয়াঅধিক পূজা। সায়ংকালে দুর্গাদেবীর বোধন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

২৭ আশ্বিন (ভাঃ ২২ আশ্বিন), ইং ১৪ অক্টোবর, রবিবার—

সূর্যোদয় ঘ ৫/৩৫/৪২ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৯/৩১ সেঃ। পূর্বাহ্ন ঘ ৯/২৬/৫৮ সেকেন্ড।

পঞ্চমী ঘ ৭/৪২/৫০ সেকেন্ড পর্যন্ত। সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement