ফাইল চিত্র।
অম্বুবাচী বছরের কোন দিন পড়ে, তা প্রায় সকলেরই জানা থাকে। আষাঢ় মাসের ৭ তারিখে পালন করা হয় অম্বুবাচী। অম্বুবাচী তিথিতে প্রকৃতি জাগ্রত হন এবং এই তিথি চলাকালীন মায়ের মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে সে কারণে মনে করা হয়, এই সময় অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তবে এটাও ঠিক যে, এই তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও দেখা যায়। অম্বুবাচীর সময় এমন কিছু কাজ রয়েছে, যা করলে খুব ভাল ফল পাওয়া যায় এবং এমন কিছু কাজ রয়েছে, যা একেবারেই করা উচিত নয়।
এই তিথিতে যে ভাল কাজগুলো করা যেতে পারে
• এই তিথি চলাকালীন, অর্থাৎ অম্বুবাচী চলার ৩ দিনের মধ্যে যে কোনও দিন ৫ জন ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো ফল দান করুন।
• এই তিথি চলার মধ্যে যে কোনও এক দিন নিজের গুরুবাড়ি যান এবং গুরুর দর্শন করুন।
• যাঁরা অম্বুবাচী পালন করেন, এমন ৩ জনকে সাধ্যমতো ফল দান করুন।
• এই তিথিতে কামাখ্যায় যদি যাওয়া যায়, সেখানকার গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং পুজো করুন। কামাখ্যায় যাওয়া সম্ভব না হলে আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে, সেখানে গিয়ে গণেশ দর্শন এবং পুজো করুন। অত্যন্ত শুভ ফল পাবেন।
• এই তিথি চলা কালে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটা সাদা ফুলের গাছ লাগান, তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে।
• এই সময় বেশি সম্ভব ইষ্টমন্ত্র জপ করুন।
• অম্বুবাচীতে প্রত্যেক দিন আম এবং দুধ সেবন করা অত্যন্ত ভাল।
কোন কাজগুলো করা যাবে না
• মনে করা হয়, এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়।
• এই সময় ঈশ্বরের কাছে কোনও মানসিক করা উচিত নয়।
• এই সময় ধার দেওয়া বা নেওয়া, কোনওটাই করতে নেই।
• খুব প্রয়োজন না থাকলে এই সময় কোথাও ভ্রমণ করতে নেই।
• এই সময় গাছা কাটা একেবারেই উচিত নয়।
• এই সময় ভূমিতেও আঘাত করতে নেই।