শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের মূল আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে। অপরাজিতা ফুল সাধারণত দু’টি রঙের হয়, নীল এবং সাদা। নীল রঙের অপরাজিতা ফুল শিবের অত্যন্ত প্রিয়। এই গাছ খুব সহজেই পাওয়া যাবে। এই গাছের মূল দিয়ে যদি এই কাজটি করা যায়, তা হলে জীবন থেকে সমস্যা অনেকটা কমে যাবে।
এই সাদা অপরাজিতা গাছের মূল যে কোনও বিশেষ একটি দিনে বা চন্দ্রগ্রহণের সময় করলে বেশি কার্যকর হয়। তবে সাধারণত বিশেষ কোনও শুভ দিনেও করা যেতে পারে।
শ্বেত অপরাজিতার মূল বিশেষ দিনে এক বা দুই ইঞ্চি মতো তুলতে হবে। তার পর ভাল করে মূলটা পরিষ্কার করে চন্দন মাখিয়ে লাল বা সাদা শালু কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে তার পর সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে হবে (মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন)।
আরও পড়ুন: সহজে গুপ্ত শত্রু চেনার উপায় জেনে নিন
এই গাছের মূল যদি আলমারি বা নিজের মানিব্যাগে রাখা হয়, তা হলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়।
এই মূল ধারণের উপকারিতা—
১) দীর্ঘ দিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে।
২) পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে।
৩) নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে।
৪) শত্রু দমনে বিশেষ কার্যকরী এই মূল।
৫) যে কাজে দীর্ঘ দিন ধরে সাফল্য আসছিল না, সেই কাজ সফল হবে।
৬) নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হচ্ছে না? এই মূল ধারণ করলে সম্মান প্রাপ্তিতে খুব ভাল ফল লাভ করা যায়।