জীবনে যেমন উত্থান আছে, ঠিক তেমন পতনকেও অস্বীকার করা যাবে না। জীবনে যখন আনন্দ আসে তখন সেই দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। আর যখন নিরানন্দ চেপে ধরে, তখন সেই দিনগুলো যেন কাটতেই চায় না। কিন্তু মনে যদি বিশ্বাস ও ভক্তি থাকে, তা হলে যতই দুঃসময় হোক না কেন তা কাটিয়ে ওঠা যায়।
মা দুর্গার আগমন কালে এমন কিছু কাজ আছে, তা যদি আমরা করি, তা হলে সারা বছর সুখে শান্তিতে কাটাতে পারব এবং অর্থনৈতিক অবস্থারও অনেক উন্নতি ঘটাতে পারব। জানেন কি মহা সপ্তমীর দিন মাত্র দু’টি পেরেক আমাদের জীবন বদলে দিতে পারে? অর্থের প্রয়োজন নেই এমন মানুষ পৃথিবীতে নেই। পেরেক দিয়ে এই টোটকা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে।
আরও পড়ুন: দুর্গাপুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না
টোটকার নিয়ম–
সপ্তমীর দিন সকালে স্নান করে, শুদ্ধ বস্ত্রে এই টোটকাটি করতে হবে। প্রথমে দু’টি পেরেক নিন। তারপর তা নিয়ে হনুমানজির মন্দিরে যান এবং পেরেক দু’টি হনুমানজির চরণে রাখুন। সেই পেরেক দু’টিতে হনুমানজির চরণের কমলা রঙের সিঁদুর লাগাতে হবে। তারপর একাগ্র চিত্তে হনুমান চালিশা পাঠ করুন এবং সবশেষে মনের কামনা জানান। তারপর ওই পেরেক দু’টি বাড়ি নিয়ে চলে আসুন এবং বাড়ির প্রধান দরজার দুই পাশে পেরেক দু’টি পুঁতে রাখুন।
টোটকার ফলাফল–
• দেবী দুর্গার আশীর্বাদ ও হনুমানজির কৃপায় বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে গিয়ে পজেটিভ এনার্জিতে ভরে যাবে।
• বাড়ির আর্থিক স্বচ্ছলতা বেড়ে যাবে।
এই টোটকাটি সপ্তমীর সকালে করাই ভাল। সম্ভব না হলে সন্ধ্যাবেলাও করা যেতে পারে।