ফাইল চিত্র।
২২ জুন, ২০২২ বুধবার অম্বুবাচী। ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পালন করা হবে এই পার্বণ। এই উৎসব কামাখ্যায় খুব বড় করে পালন করা হয়। এই সময় কামাখ্যায় মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচীকে কেন্দ্র করে গ্রামে নানা প্রকার নিয়ম পালন করা হয়। এই সময় যে হেতু মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে, সেই কারণে অশুভ শক্তির প্রভাব অত্যন্ত বেড়ে যায়।
মনে করা হয় অম্বুবাচী চলাকালীন তন্ত্রক্রিয়ার কাজ খুব কার্যকর। তন্ত্র ক্রিয়ার যে কোনও কাজ এই দিনগুলোর মধ্যে করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া যদি কোনও বছর এই সময়ে অর্থাৎ এই দিনগুলোর মধ্যে রথ উৎসব পড়ে যায়, তা হলে তা সঠিক নিয়ম মেনেই পালন করা যেতে পারে কারণ রথ উৎসবকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। এ ছাড়া এই সময় কিছু কাজ করতে হয় যাতে মঙ্গল হয়। আবার কিছু কাজ রয়েছে যা একেবারেই করতে নেই।
দেখে নেব সেই কাজগুলো কী কী—
১) এই সময় নিত্যপুজো করার সময় কোনও রকম মন্ত্র পাঠ করা যাবে না। কেবল মাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করতে হবে।
২) এই সময় কোনও শুভ কাজ করতে নেই। বিশেষ করে গৃহপ্রবেশ, হাল ধরা, বিবাহ প্রভৃতি।
৩) এই সময় বৃক্ষরোপণ করা যাবে না।
৪) এই কয়েক দিন ঘরের দেবীমুর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়।
৫) এই সময় বিশেষ করে কোনও পশু পাখিকে আঘাত করতে নেই।
৬) এই সময়ে সাধ্যমতো কিছু পুরোহিতকে দান করুন।
৭) এই সময় যত বেশি সম্ভব গুরুমন্ত্র জপ করা উচিত। যাঁদের গুরুমন্ত্র হয়নি তাঁরা ইষ্টদেবতার নাম জপ করতে পারেন।
৮) এই সময় অবশ্যই আম, দুধ একসঙ্গে মিশিয়ে খেতে হবে।