প্রতীকী চিত্র।
কথায় আছে যার সকাল অর্থাৎ দিনের শুরু ভাল কাটে তাঁর সারা দিন এবং দিনের শেষ ভালই কাটে। তাই চেষ্টা করতে হয় সকালবেলা যেন আমাদের খুব ভাল হয়। বাস্তুশাস্ত্রে এমনটা মনে করা হয়, এমন কিছু জিনিস রয়েছে যা কখনই সকালে দেখতে নেই। যদি সেই সব জিনিস সকালে ঘুম থেকে উঠেই দেখা হয় তা হলে সারা দিন খুবই খারাপ ভাবে কাটে।
দেখে নেব কোন জিনিস সকালে দেখতে নেই—
• সকালে ঘুম থেকে উঠে কোনও অহঙ্কারী বা খারাপ মানসিকরতার মানুষকে দেখতে নেই। এতে সারা দিন খুবই নেগেটিভ এনার্জি বহন করতে হয়।
• সকালে ঘুম থেকে উঠে কোনও ধারালো জিনিস দেখতে নেই। এতে বিপদের আশঙ্কা বেড়ে যায়।
• সকালে উল্টো জুতো একেবারেই দেখতে নেই। এর ফলে সারা দিন অশান্তির মধ্যে কাটার আশঙ্কা থাকে।
• সকালে উঠে মাকড়সার জাল দেখতে নেই। তাই ঘরে মাকড়সার জাল থাকলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করে ফেলতে হয়।
• সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখতে নেই। এতে শরীরে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি প্রবেশ করে এবং সারা দিন নষ্ট হতে পারে।
• সকালে উঠেই খালি কোনও জিনিস দেখতে নেই। যেমন খালি জলের বোতল বা খালি মানিব্যাগ ইত্যাদি।
• সকালে উঠেই মাংস বা ডিম দেখা খুবই অশুভ বলে মানা হয়।