কোন শিবলিঙ্গ বাড়ির জন্য উপযুক্ত নয় জানেন?

আমরা অনেকেই শিব ভক্ত। শিবের নানা রকম মূর্তি বা ছবি বাড়িতে রেখে পুজো করি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, শিবের এমন অনেক রূপ রয়েছে যা পুজো করা উচিত নয় বা বাড়িতে রাখা যায় না। এতে শুভ ফলের চেয়ে অশুভ ফলই বেশি পাওয়া যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০০:০৫
Share:

শিবঠাকুর খুব অল্পে সন্তুষ্ট। তবে শিব পুজো করতে গেলে চাই অত্যন্ত নিষ্ঠা। কারণ শিব পুজোয় কোনও ভুল ত্রুটি মানেই তা অত্যন্ত ক্ষতি। কথায় বলে, একটি মাত্র বেল পাতাতেই শিব সন্তুষ্ট।

Advertisement

আমরা অনেকেই শিব ভক্ত। শিবের নানা রকম মূর্তি বা ছবি বাড়িতে রেখে পুজো করি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, শিবের এমন অনেক রূপ রয়েছে যা পুজো করা উচিত নয় বা বাড়িতে রাখা যায় না। এতে শুভ ফলের চেয়ে অশুভ ফলই বেশি পাওয়া যায়।

আমাদের অনেকের বাড়িতেই শিবলিঙ্গ আছে। প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে, তা হলে তাকে কখনওই উপবাস রাখা যাবে না। অর্থাৎ তার নিত্য পুজো করতেই হবে। রোজ সঠিক নিয়মে যথাসাধ্য পুজোর উপকরণ সহকারে শিবের পুজো করতেই হবে।

Advertisement

আরও পড়ুন: জন্মছকে দারিদ্র যোগ থাকলে কী হয় এবং তাঁর প্রতিকার

কোন শিব লিঙ্গ বাড়ির জন্য উপযুক্ত নয়?

আমরা বাড়িতে যে শিবলিঙ্গ রাখি, তা কখনওই যেন সাদা না হয়। বাড়িতে সব সময়ই কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। কালো শিবলিঙ্গ বাড়ির জন্য উপযুক্ত। শিবলিঙ্গটি যে পাথর দিয়ে তৈরি, সেটাও দেখে নিতে হবে। সব ধরনের পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। এতে অনেক ক্ষেত্রে বাড়ির অমঙ্গল হয়।

যদি একান্তই সাদা শিব পুজো করতে হয়, তা হলে যেখানে বাড়ি, যেখান থেকে একটু দূরে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে সাদা শিবলিঙ্গ রাখা যেতে পারে। শিব যেহেতু অল্পে সন্তুষ্ট, তাই তার জন্য খুব বড় মন্দির তৈরি করার কোনও প্রয়োজন নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement