সরস্বতী পুজোর দিন এই কাজগুলো ভুলেও করবেন না

শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি। সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়। তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে, যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি। সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়। তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে, যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই। এর ফলে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

Advertisement

দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করা যাবে না—

• সরস্বতী পুজোর দিন কোনও ভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনও গাছ কাটা উচিত নয়। শাস্ত্রে মানা হয় যে, এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়।

Advertisement

আরও পড়ুন: আমরা সরস্বতী পূজার আগে কুল খাই না কেন?

• সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই। যদি খুব প্রয়োজন হয়, তা হলে আগের বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে।

• সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই।

• পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয়, তা যেন কোনও ভাবে পুজো চলাকালীন নিভে না যায় সে দিকে বিশেষ নজর দিতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে।

• এই দিন কোনও ভাবেই কাউকে কুকথা বলা যাবে না। কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন। তাই কাউকেই কুকথা বলতে নেই। এ ছাড়া এই দিন ক্রোধ সংবরণ করতে হয়।

• সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হয়, অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement