দেওয়ালির দিন প্রদীপ দান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাড়ির প্রত্যেক সদস্যের প্রদীপ জ্বালানো আবশ্যক। এই দিন প্রদীপ জ্বালানোর মাধ্যমে নিজের জীবনের পথ আলোকিত করা হয় বলে মানা হয়। বাড়িতে প্রদীপ তো অবশ্যই জ্বালতে হবে। কিন্তু এই প্রদীপ কোন বিশেষ জায়গায় জ্বাললে ভাগ্যের পরিবর্তন হবেই তা জানা অত্যন্ত জরুরী। জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে এবং মনস্কামনা পূরণ করতে দেওয়ালির দিন কোন জায়গার প্রদীপ জ্বালতে হবে জেনে নিন।
১) বাড়ির সদর দরজার সামনে অবশ্যই প্রদীপ জ্বালতে হবে। তবে এই প্রদীপটা যেন একটু বড় মাপের হয়। মাটির প্রদীপ জ্বাললে ভাল ফল পাওয়া যাবে।
২) ঘরে পুজোর জায়গায় একটি প্রদীপ জ্বালতে হবে। এটি মাটির প্রদীপ হতে হবে, মাপে ছোট বা বড় দুটোই ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: ১৪২৬ সনের শ্রীশ্রীলক্ষ্মী ও অলক্ষ্মী বিদায় পূজার নির্ঘণ্ট ও সময়সূচি
৩) তুলসী মঞ্চে প্রদীপ জালতেই হবে। তুলসী মঞ্চে মাটির প্রদীপ জ্বালানো অতি আবশ্যক।
৪) বাড়ির ভেতরে যে সব অন্ধকার জায়গা রয়েছে সেখানে প্রদীপ জ্বালতে হবে।
৫) দেওয়ালির দিন বাড়ির কাছাকাছি যদি কোনও মন্দির থাকে, তা হলে সেখানে একটি প্রদীপ জ্বেলে আসতে হবে।
৬) এই দিন হনুমানজির মন্দিরে প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
৭) এই দিন একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন যেখানে লোকজনের বসতি কম অর্থাৎ ফাঁকা জায়গায়।
৮) লাল রঙের একটি প্রদীপ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে এবং সবুজ বা নীল রঙের একটি প্রদীপ উত্তর দিকে যদি জ্বালাতে পারেন, তা হলে খুব ভাল ফল পাবেন।
৯) বাড়ির সামনা সামনি যদি কোনও জলাশয় বা নদী থাকে, সেখানে জলন্ত প্রদীপ ভাসিয়ে দিতে হবে।