গ্রহণ সংগঠিত হবে মেষ রাশি, ভরণী নক্ষেত্রে। ছবি: সংগৃহীত
সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক (খণ্ড) গ্রাস, চন্দ্রগ্রহণ সংগঠিত হয়। আগামী ৮ নভেম্বর, মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষে গ্রস্তোদয় দৃশ্য।
ভারতীয় সময় অনুযায়ী-
গ্রহণ স্পর্শ (আরম্ভ): ঘ ২টো ৩৯ মিনিট।
পূর্ণগ্রাস আরম্ভ– ঘ ৩টে ৪৬ মিনিট।
গ্রহণ মধ্য– বিকেল ঘ ৪টে ২৯ মিনিট।
পূর্ণগ্রাস সমাপ্তি– সন্ধ্যা ৫টা ১২ মিনিট।
গ্রহণ মোক্ষ (সমাপ্তি)– রাত্রি ঘ ৬টা ১৯ মিনিট।
সূর্য অস্ত ৪টে ৫২ মিনিট ১২ সেকেন্ড (স্থান অনুসারে সময়ের পরিবর্তন ঘটবে)।
পূর্ণগ্রাস স্থিতি– ১ ঘণ্টা ২৬ মিনিট।
গ্রহণ স্থিতি– ৩ ঘণ্টা ৪০ মিনিট।
গ্রহণকালে গ্রহের অবস্থান–
মেষ রাশিতে অবস্থান রাহু এবং চন্দ্রের। মিথুন রাশিতে মঙ্গল, তুলা রাশিতে একত্রে অবস্থান সূর্য, বুধ, শুক্র এবং কেতুর। মকর রাশিতে অবস্থান করবে শনি এবং মীন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি।
গ্রহণ সংগঠিত হবে মেষ রাশি, ভরণী নক্ষত্রে।