নামে কী আসে যায়, মহাকবি হয়তো এই প্রশ্নের এক আশ্চর্য উত্তর পেতেন কর্নাটকে। স্বামীর দেওয়া নাম স্ত্রীর পছন্দ হয়নি, তাই তিন বছর স্ত্রী-সন্তানকে বাড়িতেই আনেননি সেই স্বামী। শেষে বিবাদ গড়াল আদালতে, স্ত্রী খোরপোশ-সহ বিবাহবিচ্ছেদ দাবি করলেন। আদালত অবশ্য ডিভোর্সের বদলে ছেলের নতুন নাম দিল। অতঃপর বিচারকের সামনেই মালাবদল করে মিটমাট করে নিয়েছেন দম্পতিও। একে কি নামমাত্র অশান্তি বলা ঠিক হবে?