Name

যৎকিঞ্চিৎ

স্বামীর দেওয়া নাম স্ত্রীর পছন্দ হয়নি, তাই তিন বছর স্ত্রী-সন্তানকে বাড়িতেই আনেননি সেই স্বামী। শেষে বিবাদ গড়াল আদালতে, স্ত্রী খোরপোশ-সহ বিবাহবিচ্ছেদ দাবি করলেন।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৫১
Share:

নামে কী আসে যায়, মহাকবি হয়তো এই প্রশ্নের এক আশ্চর্য উত্তর পেতেন কর্নাটকে। স্বামীর দেওয়া নাম স্ত্রীর পছন্দ হয়নি, তাই তিন বছর স্ত্রী-সন্তানকে বাড়িতেই আনেননি সেই স্বামী। শেষে বিবাদ গড়াল আদালতে, স্ত্রী খোরপোশ-সহ বিবাহবিচ্ছেদ দাবি করলেন। আদালত অবশ্য ডিভোর্সের বদলে ছেলের নতুন নাম দিল। অতঃপর বিচারকের সামনেই মালাবদল করে মিটমাট করে নিয়েছেন দম্পতিও। একে কি নামমাত্র অশান্তি বলা ঠিক হবে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement