Saraswati Puja 2025

এই বছর কি সরস্বতী পুজো দু’দিন? জেনে নিন তিথি কখন শুরু, কখন শেষ

দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। জেনে নিন দেবী সরস্বতীর পুজোর সময়কাল।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:২৯
Share:

—প্রতীকী ছবি।

“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে।

Advertisement

বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।”

বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। দেবী শ্বেতপদ্মে উপবেশিত, তাঁর এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে থাকে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবীকে বীণাপাণি বলা হয়।

Advertisement

দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। বৈদিক যুগে অবশ্য দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায়। সেই যুগে দেবীর চার হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। পুস্তক হল বিদ্যা, জপমালা হল জ্ঞান, জলের পাত্র হল সৃষ্টি এবং বীণা হল সঙ্গীতের প্রতীক। দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। জেনে নিন দেবী সরস্বতীর পুজোর সময়কাল।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

পঞ্চমী তিথি আরম্ভ–

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়– সকাল ৯টা ১৬ মিনিট।

শ্রীশ্রী সরস্বতী পুজো।

পঞ্চমী তিথি শেষ–

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৬টা ৫৩ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

পঞ্চমী তিথি আরম্ভ–

বাংলা– ১৯ মাঘ, রবিবার।

ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

সময়– বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

বাং– ২০ মাঘ, সোমবার।

ইং– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।

শ্রীশ্রী সরস্বতী পূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement